খেলাধুলা

হোঁচট খেলো রোনালদোর পর্তুগাল

ইউরো মিশনটা ভালো হল না রোনালদোর পর্তুগালের। নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে ২০০৪ আসরের রানার্সআপরা।   মঙ্গলবার সাঁতে ইচেনায় রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে শুরু থেকেই গোলের জন্য খেলতে থাকে পর্তুগাল। তবে ম্যাচের চতুর্থ মিনিটে গোলরক্ষক রুই পাত্রিসিয়ার নৈপুণ্যে বেঁচে যায় পর্তুগাল। এরপর ধীরে ধীরে গুছিয়ে ওঠা পর্তুগাল ম্যাচের ১৮ মিনিটে প্রথম সুযোগ পায়। ডি বক্সের বাইরে থেকে রাইট-ব্যাক আন্দ্রে ভিয়েইরার জোরালো শট দ্বিতীয় প্রচেষ্টায় ধরেন আইসল্যান্ডের গোলরক্ষক।চার মিনিট পর্তুগিজদের হতাশ করেন নানি। রোনালদোর বাড়ানো বলে খুব কাছ থেকে নিচু হেড করেন নানি। তবে দক্ষতার সঙ্গে ঠেকান গোলরক্ষক হানেস। ম্যাচের ২৬ মিনিটে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো। পেপের বাড়ানো বল ফাঁকায় থেকেও পা লাগাতে পারেননি তিনি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি পর্তুগালকে। ম্যাচের ৩০ মিনিটে ডান দিক থেকে মিডফিল্ডার আন্দ্রে গোমেসের বাড়ানো বল প্রথম শটেই জালে জড়ান নানি। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদো-নানিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই দারুণ এক পাল্টা আক্রমণে গোল শোধ করে লড়াই জমিয়ে তোলে আইসল্যান্ড। ডান দিক থেকে মিডফিল্ডার গুডমুন্ডসনের উঁচু করে বাড়ানো বল ছয় গজ বক্সের বাইরে পেয়ে দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন বিরকির বিয়ারনাসন। আর রেকর্ড ছোঁয়ার দিনটি ভালো কাটেনি রোনালদোর। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন তিনি। ৮৪ মিনিটে সরাসরি গোলরক্ষক বরাবর হেড করে দলকে হতাশ করেন তিনি। আর শেষ ১৫ মিনিট প্রতিপক্ষের রক্ষণে প্রচণ্ড চাপ তৈরি করে পর্তুগাল। কিন্তু আইসল্যান্ডের রক্ষণ আর গোলরক্ষক হানেসের দুর্ভেদ্য প্রাচীর ভাঙা তাদের সম্ভব হয়নি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি।এমআর/এবিএস

Advertisement