খেলাধুলা

দ্বিতীয়ার্ধে মাঠে নামলেন মেসি

ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একের পর এক অর্জন। শুধু একটা জায়গায় আক্ষেপ। জন্মভূমি আর্জেন্টিনার হয়ে এখনও জিততে পারেননি বড় কোন শিরোপা। এবার কোপার শতবর্ষী আসরের শিরোপা জিততে বদ্ধ পরিকর মেসি। তাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠেও নেমেছেন।  এর আগে টানা দুই ম্যাচ জিতে এরই মধ্যে কোপার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তাই গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচের ১৩ মিনিটেই লামেলার গোলে এগিয়ে যায়। এর দুই মিনিট পর লাভাজ্জি গোল করে ব্যবধান দিগুণ করেন। আর ম্যাচের ৩২ মিনিটে কুয়েস্টা গোল করলে প্রথমার্ধেই ৩-০ গোলের লিড পায় মার্টিনোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামে মেসি। এর আগে ইনজুরির কারণে প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে ছিলেন না। আর দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৯ মিনিটেই করেন হ্যাটট্রিক।এমআর/এবিএস

Advertisement