জাগো জবস

ডাক বিভাগের পেনশন কার্যক্রম

ডাক বিভাগের সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি ২০১৫ সালের অক্টোবর মাসে। পেনশন বিধিমালা অনুযায়ী অবসর উত্তর ছুটি শেষ হওয়ার আগেই পেনশন মঞ্জুরিপত্র অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের কাছে হস্তান্তর করতে হয়। পে-স্কেল ২০১৫ জারি হওয়ার আগে ডাক অধিদফতর বিধিমালা মোতাবেক আমার পেনশন মঞ্জুরির কার্যক্রম শুরু করেনি।১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশিত হলে অনলাইনে বেতন নির্ধারণ করে অডিট অফিস কর্তৃক বেতন নির্ধারণের কাগজপত্র দাখিল করি। এরপরও ডাক অধিদফতর পেনশন মঞ্জুরির কার্যক্রম বিলম্বে শুরু করে।২০ এপ্রিল ২০১৬ তারিখে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অষ্টম ও নবম গ্রেডে বেতন নির্ধারণের সংশোধিত আদেশ জারি করায় আমাদের পেনশন মঞ্জুরির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। নতুনভাবে সংশোধিত আদেশ অনুযায়ী বেতন অনলাইনে পুনর্নির্ধারণ করতে মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু অডিট দফতরের সার্ভার সংশোধিত আদেশ অনুযায়ী অনলাইনে বেতন নির্ধারণ করছে না।ফলে অবসর গ্রহণের পর সাত-আট মাস পার হলেও আমার পেনশন মঞ্জুর হচ্ছে না। সংশোধিত বেতন নির্ধারণ আদেশের পরিপ্রেক্ষিতে কারো বেতন কমবে না উল্লেখ রয়েছে। কিন্তু তাই বলে কারো পেনশন এভাবে আটকে রাখার অধিকার তো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নেই।লেখক: অবসরপ্রাপ্ত কর্মকর্তা, ডাক বিভাগ, ঢাকা।এসইউ/এবিএস

Advertisement