রাজনীতি

সাঁড়াশি অভিযানের নামে গণহারে চাঁদাবাজি চলছে : খালেদা জিয়া

সারাদেশে সাঁড়াশি অভিযানের নামে গণহারে চাঁদাবাজি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আটক করার পর অর্থ লেনদেন করে আবার ছেড়ে দেয়া হচ্ছে। সাঁড়াশি অভিযানের নামে বিরোধী দলের নেতাকর্মী ও নিরীহ মানুষকে গ্রেফতার করা হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া বলেন, হাইকোর্টের আপিল বিভাগ জামিন বহাল রাখার পরেও মিথ্যা মামলা দিয়ে মাহমুদুর রহমানকে আটক রাখা হয়েছে। মাহমুদুর রহমান এখনো কেন জেলে রয়েছে? কোর্টের নির্দেশ মেনেই তাকে মুক্তি দেয়া হোক।তিনি বলেন, কাগজ খুললেই মৃত্যু। হাসিনা বলেছেন তিনি জানেন। তাহলে ধরছেন না কেন। আসল লোকদেরকে বিদেশে পাচার করে দিয়ে নিরীহ মানুষ ধরছে। বিএনপির দুই হাজার ২০০ লোককে গ্রেফতার করা হয়েছে।বিএনপি নেত্রী বলেন, হাসিনা বিদেশিদের কাছে সন্ত্রাস দমনের কথা বললেও জঙ্গির উত্থান করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চান। এর আগে যখন ক্ষমতায় ছিল ২ হাজারের বেশি মানুষ তারা হত্যা করেছিল। পরে জনগণ জবাবও দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।বিএনপি ক্ষমতায় আসলে প্রকৌশলীদের যথাযথ মূল্যায়ন করার আশ্বাস দেন খালেদা।এমএম/জেএইচ/এমএস

Advertisement