খেলাধুলা

ছন্দ ধরে রাখতে চান তামিম

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার সিক্সে আগামীকাল বুধবার বিগ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে আবাহনী লিমিটেড। ঢাকার দুই ঐতিহ্যবাহী দলের লড়াইটি প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বিকেএসপিতে। এ ভেন্যুতে টানা পাঁচটি ম্যাচ খেলেছে আবাহনী এবং সবগুলো ম্যাচই জিতেছে তারা। মোহামেডানের বিপক্ষে সেই ধারা বজায় রাখতে চান আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল খান।মঙ্গলবার বিসিবির একাডেমী মাঠে অনুশীলন করে আবাহনী। অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমাদের জন্য কাল খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাচ এবং ওদের (মোহামেডানের) জন্যও। সুপার লিগে প্রথম ম্যাচ ওদের পক্ষে যায়নি। শিরোপা লড়াইয়ে থাকতে হলে দুই দলেরই জিততে হবে। আমাদের তরফ থেকে পুরোপরি চেষ্টা করবো শেষ চার-পাঁচটা ম্যাচ যেভাবে খেলেছি সেভাবে খেলার। দল একটা ভালো ছন্দে রয়েছে। সে ছন্দ ধরে রাখতে চাই।’শক্তির দিক বিবেচনায় এবারের লিগের সেরা দল গড়েছে আবাহনী। সে অনুযায়ী মাঠে খেলতে পারছে না আকাশী-হলুদ শিবির। লিগের প্রথম দিকে ভালো না খেললেও শেষদিকে ছন্দ ফিরে পায় তারা। তারপরও মোহামেডানকে শক্ত প্রতিপক্ষ মানছেন আবাহনী অধিনায়ক। কঠিন প্রতিপক্ষের বিপক্ষে এ ম্যাচ জিতেই পয়েন্ট তালিকায় এগিয়ে যেতে চান তামিম।‘যখন শুরু করেছি, তখন আমাদের সেরাটা খেলতে পারিনি। তবে শেষ কয়েকটা ম্যাচে আমরা খুব ভালো খেলছি। শেষ চারটা ম্যাচেই জিতেছি, যেটা খুব ভালো। হয়তো টুর্নামেন্টের শেষে এসে ভালো খেলা শুরু করেছি। এই খেলাটা যদি ধরে রাখতে পারি, সুপার লিগে তাহলে আমরা একটা ভালো অবস্থানে থাকবো।’এবারের লিগে সবচেয়ে বড় বিতর্কের নাম আম্পায়ারিং। তাই বড় ম্যাচে আম্পায়ারিংয়ের মান নিয়ে জানতে চাইলে কৌশলে বিষয়টি এড়িয়ে যান তামিম। এ প্রসঙ্গে বলেন, ‘আম্পায়ার নিয়ে কিছু কথা না বলাই ভালো। বড় ম্যাচে আমাদের কাজ হলো ভালো খেলা, আমরা সেদিকেই নজর দিচ্ছি, এর চেয়ে বেশি কিছু না।’উল্লেখ্য, আগামীকাল বুধবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি আবাহনী এবং মোহামেডান। এর আগের প্রথম পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবাহনীকে আট উইকেটে হারিয়েছিল মোহামেডান।আরটি/আইএইচএস/এমএস

Advertisement