অর্থনীতি

লেনদেন কমে বছর শুরু

নতুন বছরের প্রথম কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন পরিমাণ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪১ পয়েন্টে।বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের। এর মধ্যে দর বেড়েছে ২২৬টির, কমেছে ৫৮টির আর অপরিবর্তিত রয়েছে ২৪টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ২২৭ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৮৬ লাখ টাকা কম। গত বছরের শেষ কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয় ২৫৪ কোটি টাকা।অন্যদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক ১১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ১৭৪ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ৪৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির। লেনদেন হয়েছে ২১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।

Advertisement