চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্ত্বরে ‘সচেতন ব্রাহ্মণবাড়িয়াবাসী’র ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, যারা বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তারাই মিতু আক্তারকে হত্যাসহ সব ধরণের গুপ্তহত্যার সঙ্গে জড়িত। এখনই এসব হত্যাকারীদের বিরুদ্ধে সবাই সোচ্চার না হলে তারা একসময় সবাইকে হত্যা করবে। তাই তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।এসময় জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এম.এ মাসুদ, সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন অংশগ্রহণ করেন। এছাড়া মানববন্ধনে জেলা পুলিশের কর্মকর্তারা ও বেশ কয়েকটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের কয়েকশ নেতৃবৃন্দ অংশ নেন।পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সভাপতিত্বে ও তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক মো. মনির হোসেনের পরিচালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক আবদুন নূর ও জেলা নাগরিক ফোরামের আহ্বায়ক পীযূষ কান্তি আচার্য প্রমুখ।আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস
Advertisement