খেলাধুলা

তামিমের দুঃখ প্রকাশ

বিকেএসপিতে আবাহনী-প্রাইম দোলেশ্বর ম্যাচটা স্থগিত হওয়ার দায় চেপেছে আবাহনী অধিনায়ক তামিম ইকবালের কাঁধে। ম্যাচ স্থগিত হওয়ার জন্য শুধু নিজেকে দায়ী মনে করছেন না এই অধিনায়ক। তবে ম্যাচে আম্পায়ারদের সঙ্গে বিতণ্ডায় জড়ানোয় দুঃখ প্রকাশ করেছেন তামিম ইকবাল।এ নিয়ে তিনি সাংবাদিকের বলেন, অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। অবশ্যই আমার এভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। জাতীয় দলের একজন ক্রিকেটার হিসেবে, শিশু-কিশোর ও অনেক উঠতি ক্রিকেটারের আদর্শ হিসেবে এ রকম করা আমার উচিত হয়নি।তিনি আরও বলেন, আমাদের রান বেশি ছিল না, ১৯১। ব্যাটসম্যান ডাউন দা উইকেট খেলেছিল, পরিষ্কার স্টাম্পড ছিল। ওই আউটটা হলে ওদের ৩ উইকেট পড়ে যেত। ম্যাচটা আমাদের নিয়ন্ত্রণে আসত। তবে পরিস্থিতি যেমনই হোক, ওভাবে প্রতিক্রিয়া দেখানো ঠিক হয়নি।তবে নিজে দুঃখ প্রকাশ করার সঙ্গে সঙ্গে যেন মূল ঘটনা চাপা না পড়ে যায়, সেটা খতিয়ে দেখতে অনুরোধ করেছেন। এ নিয়ে তিনি বলেন, আমাদের দেশে অনেক সময়ই এটা হয়। এ রকম কোনো ঘটনা ঘটলে তার বড় বড় ছবি আসে, তাকে নিয়ে সমালোচনা হয়। তারপর জরিমানা করে শেষ করে দেয়া হয়। এর আগে সাকিবের ক্ষেত্রেও এমনটা হয়েছে। নানা ঘটনায় ওকে শাস্তি দেয়া হয়েছে। কিন্তু সে বা একজন ক্রিকেটার কোন পর্যায়ে গেলে অমনটা করতে পারে, সেটা নিয়ে আর কেউ কথা বলেনি বা কাজ করেনি। ক্রিকেটারদের শাস্তি দিয়েই যেন দায় শেষ। নিজের ঘটনায় তামিম আঙুল তুললেন আম্পায়ারদের দিকে। সংশ্লিষ্টদের অনুরোধ করলেন আম্পায়ারিংয়ের মান নিয়ে ভাবতে।এমআর/পিআর

Advertisement