খেলাধুলা

বিকেএসপিতেই হচ্ছে আবাহনী-মোহামেডান ম্যাচ

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের লড়াই হবে সাভারের বিকেএসপিতে। পূর্ব নির্ধারিত এ সূচিতে ক্রিকেটভক্তদের কথা বিবেচনা করে মিরপুরে আনার আবেদন করেছিল মোহামেডান কর্তৃপক্ষ। কিন্তু সে আবেদনে সারা দেয়নি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। বিষয়টি নিশ্চিত করেছেন সিসিডিএমের প্রধান সমন্বয়কারী আমিন খান।বাংলাদেশ ক্রিকেটে বরাবরই আবাহনী-মোহামেডানের ম্যাচ আলাদা উত্তেজনা ছড়িয়েছে। ঐতিহ্যের এ লড়াইয়ে তাই দর্শকদের আগ্রহ বেশি। সে বিবেচনায় মোহামেডান চেয়েছিল ম্যাচটি মিরপুরে হোক। কিন্তু সূচি পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়ে দেয় সিসিডিএম। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিসিডিএম কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান সমন্বয়কারী আমিন খান।  এ সময়ে তিনি এ হাইভোল্টেজ ম্যাচ নিয়ে বলেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচ সূচি মতোই হবে। ভেন্যু বদলাবে না।’এর আগে আবাহনী তাদের ম্যাচ এক দিন আগে পরিবর্তন করে বিকেএসপিতে স্থানান্তরিত করেছিল। তাই দর্শকদের কথা বিবেচনা করে আবারও কেন পরিবর্তন হবেনা জানতে চাইলে তিনি বলেন, ‘একটা খেলায় আমাদের মাঠ বদলাতে হয়েছে। আমাদের ভেন্যুর যারা দায়িত্বে ছিলেন, তাতের অসাবধানতার কারণে। আমরা বোর্ডের সঙ্গে কথা বলেছি যে প্রতিটি জায়গায় যারা দায়িত্বে আছেন, তারা যেন সূচারু রূপে পালন করেন। লিগে যেন সমস্যা না হয়, সেজন্য আমরা সজাগ আছি।’এর আগে আবাহনীকে মাঠ বরাদ্দে বাড়তি সুবিধা দেয়া হচ্ছে জানিয়ে সাদা-কালো শিবিরের এবারের ক্রিকেট কো অর্ডিনেটর জিয়াউর রহমান তপু বলেছিলেন, ‘সবচেয়ে বিস্ময়কর হলো, দেশের দুই শীর্ষ জনপ্রিয় দল এবং এবারের লিগে অন্যতম শিরোপা দাবিদার মোহামেডান-আবাহনী ম্যাচও বিকেএসপিতে! কেন এ বিগ ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে না? একান্তই যদি ওই মাঠে দেয়া সম্ভব না হয়, তাহলে অন্তত ফতুল্লার ওসমান আলী স্টেডিয়ামেও তো দেয়া যেত!’উল্লেখ্য, বিকেএসপিতে টানা পঞ্চম ম্যাচ খেলতে যাচ্ছে আবাহনী লিমিটেড। আগের সকল ম্যাচেই আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তে জয় পেয়েছে তারা। আরটি/আরআর/এমএস

Advertisement