ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে শুরু থেকেই চলছে রঙ তামাশা। আর এ তামাশার মূল মঞ্চ যেন সাভারের বিকেএসপি। অনেকটা মগের মুল্লুকের মতই এখানে একের পর এক লঙ্কাকাণ্ড হচ্ছে। তবে রোববার ছাড়িয়ে গিয়েছিল পূর্বের সকল রেকর্ড। আবাহনী-প্রাইম দোলেশ্বরের সুপার লিগের প্রথম ম্যাচ মাঝ পথেই পণ্ড হয়ে যায়। আর ম্যাচ পণ্ডের খলনায়ক ছিলেন আবাহনীর অধিনায়ক তামিম ইকবাল। তার অসৌজন্যমূলক আচরণে ম্যাচ পরিচালনা করতেই পারেননি আম্পায়াররা। কিন্তু তারপরও তামিমের বিপক্ষে কোন অভিযোগ আনেননি ম্যাচ রেফারি। সোমবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান সমন্বয়কারী আমিন খান। এ ঘটনায় তামিমের কাণ্ডের পরিণতি কি হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘটনা কি হয়েছে, আমি জানি না। আমি দেখব ম্যাচ রেফারির রিপোর্ট। ম্যাচ রেফারির রিপোর্টে কোনো দলের ব্যাপারে, কোনো ক্রিকেটারের ব্যাপারে বা সমর্থকদের উচ্ছৃংখলার ব্যাপারে কিছু লেখা ছিল না। স্রেফ লিখেছে আম্পায়ার অসুস্থ। এই ধরনের পরিস্থিতি উনি আগে কখনও ফেস করেননি। দুজন আম্পায়ারই অসুস্থ হওয়ায় খেলা স্থগিত করেছেন।’কিন্তু একটি ম্যাচে একটি নির্দিষ্ট ঘটনার পর একই সঙ্গে দুইজন আম্পায়ার অসুস্থ হয়ে যাবার পর অনেকটা কাকতালীয়ই বটে। পৃথিবীতে এমন দৃষ্টান্ত পূর্বে কখনও ঘটেনি। বিষয়টিকে অন্যভাবে নিতে নারাজ আমিন খান। তবে হঠাৎ সুস্থ দুইজন মানুষ সে ঘটনার পরই অসুস্থ হয়ে যাবার সদুত্তর তিনি দিতে পারেননি। জানান, আম্পায়ারতো একজন মানুষ, অসুস্থ হতেই পারেন।রোববারের ঘটনার পর থেকেই দেশের গণমাধ্যমের প্রধান আলোচনাই ছিল তামিম কাণ্ড। বিশেষ করে টিভি চ্যানেলগুলোতে পরিষ্কার ধরা পড়েছে তামিমের অসদাচরণ। এ প্রসঙ্গ তুলতেই আমিন খান বলেন, ‘মিডিয়ায় কি আছে সেটা কী, সেই ব্যাপারে আমার কোনো কিছু বলার নেই। আমার বক্তব্য, ম্যাচ রেফারির রিপোর্টে যা আসছে, সেটাই আমি বলতে পারি।’তবে রিজার্ভ ডেতে থাকা সত্ত্বেও আম্পায়ার পরিবর্তন করে খেলা হলো না জানতে চাইলে আমিন খান জানান, সে ক্ষমতা তাদের নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে যদি বলা হয় তবেই তারা কিছু করতে পারতেন। এর আগে কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে আম্পায়ারের সিদ্ধান্তে প্রতিবাদ করার পর এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন মোহাম্মদ মিঠুন ও মোশারফ হোসেন রুবেল।
Advertisement
উল্লেখ্য, সেদিনের ম্যাচ শেষেও ম্যাচ রেফারি কোন অভিযোগ আনেননি মিঠুন-রুবেলদের বিপক্ষে।আরটি/আরআর/পিআর