খেলাধুলা

সতীর্থদের শান্ত থাকতে বললেন মেসি

ইনজুরি থেকে সুস্থ হয়েই পানামার বিপক্ষে নেমে মাত্র ১৯ মিনিটেই হ্যাটট্রিক। স্বভাবতই নিজেকে নিয়ে আকাশচুম্বী প্রশংসা করার কথা পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসির। কিন্তু মেসি হাঁটলেন মেসির পথেই। দল জিতলেও সতীর্থদের শান্ত থাকারও অনুরোধ করেছেন মেসি। হন্ডুরাসের বিপক্ষে ২৭ মে কোমড়ে ব্যথা পান মেসি। যার কারণে কোপা আমেরিকার প্রথম ম্যাচ খেলতে পারেননি এই ফুটবলার। কিন্তু পানামার বিপক্ষে নেমেই যেন নিজেকে ফিরে পেলেন। ১৯ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করে দলকে ৫-০ গোলের জয় এনে দেন। কিন্তু এতেই আনন্দে গা ভাসিয়ে দিতে নারাজ মেসি। স্প্যানিশ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি আশা করি এই কোপাটি আমাদের জন্যই। এটাকেই আমরা মনে মনে চাচ্ছিলাম কিন্তু আমাদের সকলকে শান্ত থাকতে হবে।’কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই রয়েছে বলিভিয়ার সঙ্গে ম্যাচ। যাদের কাছে ৬-১ গোলেই হেরেছিল আর্জেন্টিনা। তাই ধাপে ধাপে আগানোর কথাই জানালেন ক্ষুদে যাদুকর। ‘প্রথমেই আমাদের বলিভিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে ভাবতে হবে, তারপর কোয়ার্টার ফাইনাল। প্রত্যেকটি ম্যাচই কঠিন।’ ইনজুরি থেকে ফিরে গোল পেয়েও কিছুটা স্বাচ্ছন্দ্যবোধ করছেন মেসি। নিজের তৃপ্তি না লুকিয়ে বলেন, ‘দলে ফিরে আসতে পেরে আমি খুব খুশি। এসেই গোল পেয়েছি। সত্যি কথা বলতে আমি সবকিছু নিয়ে খুশি।’ইনজুরিতে থাকা অবস্থায় অনেক কষ্টের মধ্য দিয়ে সময় কাটিয়েছেন মেসি। সেই সময়কার কথা মনে করে তিনি বলেন, ‘সত্যিই খুব খারাপ লেগেছিল। মনে হচ্ছিল আমি চিরদিন এভাবেই থাকবো কারণ আমি কয়েকদিন নড়াচড়াই করতে পারেনি ঠিকমত। ধীরে ধিরে সুস্থ হয়ে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে নিজেকে ফিরে পেয়েছি। আশা করছি পরের ম্যাচগুলোতেও সুস্থ থেকে ফর্ম ধরে রাখতে পারবো।’আরআর/এমএস

Advertisement