শেষ পর্যন্ত চলচ্চিত্র সংশিষ্টদের দাবি পূরণ হতে যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)- তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্যোগ নিয়ে কর্তৃপক্ষ। সেজন্য এফডিসির বিভিন্ন স্থানে বসানো হচ্ছে ৩৫টি সিসি ক্যামেরা। এ প্রসঙ্গে এফডিসির জনসংযোগ কর্মকতা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘এফডিসির আধুনিকায়ন এখন চলচ্চিত্র সংশিষ্টদের চাহিদাকে প্রাধান্য দিয়ে দ্রুতগতিতে এগোচ্ছে। তারই অংশ হিসেবে নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন করতে ৩৫টি সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। এখন থেকে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে চলচ্চিত্রের বাড়িটি।’তিনি জানান, আপাতত কয়েকটি ক্যামেরা বসানো হলো। ধীরে ধীরে বাকি ক্যামেরাগুলোও চলে আসবে।এফডিসি সূত্র জানায়, টেন্ডারের মাধ্যমে উন্নত মানের সিসি ক্যামেরা স্থাপনের কাজটি করছে এক্সপ্রেস সিস্টেম লিমিটেড। এদিকে, এফডিসিতে নিরাপত্তা ব্যবস্থা আরো বাড়ানোর জন্য সিসি ক্যামেরা বসানোর এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এফডিসির সঙ্গে জড়িত মানুষরা। এনই/এলএ/পিআর
Advertisement