দেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সাম্প্রতিক বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সোমবার দুপুরে সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশে গুপ্তহত্যা, জঙ্গি হামলা বন্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। মন্ত্রী বলেন, ‘দেশের পরিস্থিতি নিয়ে ইইউ বলেছে, রিয়্যাল ডায়ালগ উইথ রিয়্যাল অপজিশন। আমি মনে করি, তাদের এই বক্তব্য নির্বাচিত সরকার ও সংসদের প্রতি সম্মানজনক নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’ হাসানুল হক ইনু বলেন, দেশের পরিস্থিতি নিয়ে সরকার জঙ্গি ও সন্ত্রাসী দল ছাড়া সবসময় প্রকৃত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে, সংলাপ চালায়। গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে। কিন্তু সন্ত্রাসী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকদের সঙ্গে কোনো আলোচনা নয়, বরং তাদের অপকর্মের জন্য প্রযোজন তাদের বিচার ও শাস্তি। ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ে প্রকাশিত একটি সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তথ্যমন্ত্রী বলেন, দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্য কোনো দেশ বা সরকারের সহায়তা চাওয়ার প্রয়োজন নেই। দেশে চলমান চক্রান্তের অংশ হিসেবে সাধারণ নাগরিক ছাড়াও সংখ্যালঘুদের গায়ে হাত দেয়া হচ্ছে। এটা সরকারকে বিব্রত করার জন্য করা হচ্ছে। তবে এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়নি। উল্লেখ্য, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় পার্লামেন্ট। ইউরোপীয় কমিশনের (ইসি) ভাইস প্রেসিডেন্ট ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী বার্ট কোয়েনডার্সসহ বেশ কয়েকজন এ উদ্বেগ প্রকাশ করেন।বাংলাদেশের সরকার এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে একটি ‘সত্যিকারের সংলাপে’ অংশ নিয়ে দেশের স্থিতিশীলতা, গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। এমকিউএইচ/এএইচ/পিআর
Advertisement