অর্থনীতি

বন্ড ছাড়ছে স্টান্ডার্ড ও এক্সিম ব্যাংক

বন্ড ছাড়ছে স্টান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই ব্যাংকের বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৩৪ তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সভায় স্টান্ডার্ড ব্যাংক ২০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৬ বছর।বন্টটি ৬ বছরে ফুল রিডাম্পশন হবে, শুধুমাত্র ব্যাংক কর্পোরেট হাউজ, বীমা কোম্পানিসমূহ, আর্থিক প্রতিষ্ঠানসমূহ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচ্যুয়াল ফান্ড, মার্চেন্ট ব্যাংক এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে স্টান্ডার্ড ব্যাংক লিমিটেড ব্যাসেল-২ এর শর্ত পূরণ, টায়ার-২ মূলধন বৃদ্ধি ইত্যাদি কাজে ব্যয় করবে। স্টান্ডার্ড ব্যাংকের প্রতি ইউনিটের অভিহিত মূল্য এক লাখ টাকা। এই বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।এক্সিম ব্যাংক ২৫০ কোটি টাকার মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড ছাড়বে। এর মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে ৭ বছর। বন্ডটি ৭ বছরে ফুল রিডাম্পশন হবে। শুধুমাত্র স্থানীয় আর্থিক প্রতিষ্ঠানসমূহ, বীমা কোম্পানিসমূহ, মিউচ্যুয়াল ফান্ড, কর্পোরেট এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ক্রয় করতে পারবে।উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার-২ মূলধন বৃদ্ধি করবে। এক্সিম ব্যাংকের প্রতি ইউনিট বন্ডের অভিহিত মূল্য দশ লাখ টাকা। এই বন্ডের মানডাটেড লিড অ্যারেঞ্জ ও ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Advertisement