প্রবাস

মালয়েশিয়ায় বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের ইফতার মাহফিল

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়ন মালয়েশিয়া’ (বিএসইউএম) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার কুয়ালালামপুর বুকিতবিনতাং হোটেল সলিলের বলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং দেশের কল্যাণে কাজ করতে ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএসইউএমের সঙ্গে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান।এছাড়া মালয়েশিয়ান অতিথিরা বাংলাদেশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা এবং কমিউনিটিতে অধিক অংশগ্রহণের ভূয়সী প্রসংশা করেন।ইফতার মাহফিলে বিএসইউএমের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ মহিউদ্দিন মাহির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ান ইসলামিক চেম্বার অব ইন্টারপ্রেনারসের প্রেসিডেন্ট দাতু আব্দুল রাশিদ বিন আব্দুল রাহমান।লিমককউইং বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোহাম্মাদ শারিফ উদ্দিন আহমেদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মোহাম্মাদ সালাহ উদ্দিন।এ ছাড়া মালয়েশিয়ান এবিআইএম, এমএপিআইএম ও সেলাঙ্গর কোর্টের কর্মকর্তা, মালয়েশিয়ান বিভিন্ন ওয়েলফেয়ার, সরকারি সংগঠনের কর্মকর্তারা, মালয়েশিয়ার অর্ধশতাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক, রাজনীতিবিদ,  কমিউনিটি নেতা ও কমিউনিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।আরএস/এবিএস

Advertisement