জাগো জবস

স্বাস্থ্য অধিদফতরের নিয়োগ প্রক্রিয়া বন্ধ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে হাজার হাজার পদ শূন্য। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় প্রতিটি জেলায় সিভিল সার্জন অফিসে শূন্য পদের তালিকা চেয়ে চিঠি পাঠায়।সেই পরিপ্রেক্ষিতে প্রতিটি জেলা থেকে শূন্য পদের তালিকা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয় শূন্য পদের বিপরীতে লোক নেয়ার জন্য স্বাস্থ্য অধিদফতরকে নির্দেশ দেয়।সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অধিদফতর মেডিকেল কলেজসহ মোট ৪০ থেকে ৪৫টি জেলার জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। এই সব জেলার বেকার ছেলে-মেয়েরা ১০০/৫০ টাকা ট্রেজারি চালানের মাধ্যমে আবেদন করেছেন।কোনো কোনো জেলার প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, আবার কোনো কোনো জেলায় লিখিত/মৌখিক কোনো পরীক্ষাই হয়নি।স্বাস্থ্য অধিদফতরের গাফিলতির জন্য নাকি অন্য কোনো কারণে এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ? অথচ প্রায় তিন-চার বছর ধরে স্বাস্থ্য অধিদফতর জনবল নিয়োগ দিতে পারছে না।মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই রকম। জনবলের অভাবে হাসপাতাল কার্যক্রমও বন্ধ হওয়ার পথে।বর্তমানে প্রতিটি জেলা-উপজেলা হাসপাতাল ও মাঠপর্যায়ে তৃতীয় ও চতুর্থ শ্রেণির জনবলের তীব্র সংকট রয়েছে। আবার প্রতি উপজেলায় প্রায় ৫০ শতাংশ শূন্য পদ রয়েছে। কিন্তু তারপরও নিয়োগ বন্ধ কেন?লেখক: চাকরিপ্রত্যাশী, ঢাকা।এসইউ/এবিএস

Advertisement