ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সের স্ট্রাইকার ম্যালকম ফিলিপে সিলভা ডি অলিভিয়েরা। ১৭ বছর বয়সী এ কিশোরকে বিবেচনা করা হচ্ছে পেলে-জিকো-নেইমারদের উত্তরসূরি হিসেবে।করিন্থিয়ান্সের এ স্ট্রাইকারের অনুশীলন ভিডিও দেখে রীতিমতো মুগ্ধ বার্সেলোনা, চেলসি, প্যারিস সেন্ট জার্মেইয়ের মতো ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো। বার্সা তাকে কিনতে চেয়েছিল। কিন্তু ট্রান্সফার বাজারে দুই মৌসুম নিষিদ্ধ হওয়ায় তাদের ভাগ্যে আর শিঁকে ছিড়ছে না। লড়াইটা তাই চেলসির এবং পিএসজির। দুটি ক্লাবেই ব্রাজিলিয়ান ফুটবলারদের অভাব নেই। চেলসি থেকে অস্কার-রামিরেজ এবং পিএসজি থেকে ডেভিড লুইস এবং থিয়াগো সিলভা এরই মধ্যে কথা বলেছেন ম্যালকমের সঙ্গে।
Advertisement