জাতীয়

সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গি গ্রেফতার

দেশব্যাপী সাঁড়াশি অভিযানের দ্বিতীয় দিনে ৪৮ জঙ্গি গ্রেফতার হয়েছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৯৬ জন ও নিয়মিত মামলার এজাহারভুক্ত ৫৮৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।বন্দর নগরী চট্টগ্রামে পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যাকাণ্ডের পর সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে মিতু হত্যায় জঙ্গিদের হাত রয়েছে।এর আগে সাঁড়াশি অভিযানের প্রথম দিনে গতকাল (শনিবার) ৩৭ জঙ্গিসহ মোট ৩ হাজার ১৫৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১ হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন আসামি রয়েছে।২৪ ঘণ্টায় ৪৮ জঙ্গিসহ গ্রেফতার ২১৩২ দেশব্যাপী জঙ্গিবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় জঙ্গিবাদের সঙ্গে জড়িত অভিযোগে ৪৮ জনসহ মোট ২১৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এরমধ্যে ৪৭ জন জেএমবি, একজন আনসার উল্লাহ বাংলা টিমের সদস্য। পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান জানান, ঢাকা রেঞ্জের টাঙ্গাইলে ১ জন, ময়মনসিংহ রেঞ্জের ময়মনসিংহে ২ জন, জামালপুরে ১ জন, শেরপুরে ১ জন, রাজশাহীতে ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪ জন, নওগাঁ জেলায় ৬, পাবনা জেলায় ১ জন, সিরাজগঞ্জে ১ জন, বগুড়া জেলায় ৫ জন, জয়পুরহাটে ৬ জন, খুলনা রেঞ্জের খুলনায় ১ জন, নড়াইল জেলায় ১ জন, সাতক্ষীরায় ২ জন, রংপুর রেঞ্জের রংপুরে ১ জন, গাইবান্ধা জেলায় ১ জন, নীলফামারীতে ১ জন, দিনাজপুরে ১ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, পঞ্চগড়ে ২ জন, সিলেট রেঞ্জের হবিগঞ্জে ১ জন, চট্টগ্রাম রেঞ্জের কুমিল্লায় ১ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ১ জন, আরএমপি(রাজশাহী)তে ১ জন, সিএমপি(চট্টগ্রাম) তে ১ জন জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আনসার উল্লাহ বাংলা টিমে (এবিটি) জড়িত অভিযোগে বরিশাল রেঞ্জের বরগুনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক উদ্ধার ও অন্যান্য মামলায় মোট ২০৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের মধ্যে গ্রেফতারি পরোয়ানা মূলে ১৪৯৬ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ৪১ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৯১ জন এবং অন্যান্য মামলায় ১৫৬ জন। গ্রেফতারকৃত জঙ্গিদের কাছ থেকে ২টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৭টি ককটেল, ২টি ১২ বোরের বন্দুকের কার্তুজ, ৯টি চাপাতিসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং বিপুল পরিমান উগ্রপন্থী বই উদ্ধার করা হয়েছে।এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৬৮১টি মোটরসাইকেল আটক করা হয়েছে।এআর/জেইউ/আরএস/এসএইচএস/এবিএস

Advertisement