কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ ছোট গল্পের চারুলতা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নওশীন। আলভী আহমেদের চিত্রনাট্য ও পরিচালনায় টেলিছবিটির নাম ‘চারুলতা-২০১৬’। গল্পে দেখা যাবে, বর্তমান সময়ের কর্পোরেট ব্যস্ততার কারণে স্বামী তার স্ত্রীকেও সময় দিতে পারেন না। যার কারণে স্ত্রী একাকীত্বে ভোগেন। এই একাকীত্ব দূর করার জন্য তিনি সোশ্যাল মিডিয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েন। একটা সময় বিপথেও চলে যান। এ নিয়ে তার স্বামীর সঙ্গে কলহের সৃষ্টি হয়।নাটকে নওশীনের বিপরীতে আছেন কল্যাণ কোরাইয়া। এছাড়া আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, অপু, নাফিজা প্রমুখ। গতকাল রাজধানীর উত্তরায় টেলিছবিটির চিত্রায়ন শেষ হয়েছে। নির্মাতা আলভী আহমেদ বলেন, ‘এবারের ঈদে আমি এই একটি নাটকই নির্মাণ করেছি। অনেক যত্ন নিয়ে কাজটি করেছি। দর্শকরা নাটকটি দেখলে একটি ম্যাসেজ পাবেন। আশা করি ‘চারুলতা-২০১৬’ সকলের কাছে ভালো লাগবে।নওশীন বলেন, ‘চারুলতা-২০১৬’ নাটকটি এবারের ঈদে আমার অন্যতম একটি সেরা কাজ হবে বলে মনে করি। সেজন্য দর্শকদের বলতে চাই সবাই যেন নাটকটি দেখেন। তাছাড়া আমার বিপরীতে আছেন কল্যাণ। সে আমার খুব ভালো বন্ধু। ক্যামেরার সামনে এবং বাইরে আমাদের কেমিস্ট্রি বরাবরই জমজমাট।’নির্মাতা আলভী আহমেদ জানালেন, দৃক পরিবেশিত পিআর প্রোডাকশানের ব্যানারে নির্মিত ‘চারুলতা-২০১৬’ নাটকটি আসছে ঈদের দ্বিতীয় দিন বিকাল পাঁচটায় প্রচারিত হবে দীপ্ত টেলিভিশনের পর্দায়।এনই/এলএ/আরআইপি
Advertisement