দুর্নীতি প্রশ্রয় পাবেকোন এক দেশের প্রধানমন্ত্রী গেছেন এক গাড়ি প্রদর্শনী উদ্বোধন করতে। প্রদর্শনীর উদ্যোক্তা প্রধানমন্ত্রীকে পেয়ে খুবই উৎফুল্ল। তিনি প্রধানমন্ত্রীকে একটি দামি গাড়ি গিফট করতে চাইলেন। প্রধানমন্ত্রী বিব্রত হয়ে বললেন-প্রধানমন্ত্রী : না না, আমি বিনে পয়সায় কিছু নিতে পারি না। এতে দুর্নীতি প্রশ্রয় পাবে।উদ্যোক্তা : তাহলে আপনি গাড়ির দাম বাবদ আমাকে দশটি টাকা দিন।প্রধানমন্ত্রী : গ্রেট আইডিয়া। তাহলে আমাকে পাঁচটি গাড়ি দিন। এই নিন পঞ্চাশ টাকা।****থুতু দেয় উল্টো দিকেস্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন।শাসক : কী, স্ট্যাম্পটা কেমন চলছে?বিক্রেতা : স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নাই।শাসক : কী! ডাক তাকে। আঠার দায়িত্বে কে ছিল?আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসে বললেন-কর্মকর্তা : স্যার আঠা তো ভালোই দিয়েছি। কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।****শুধুই বিল পাস করমুএক নেতা নির্বাচনে দাঁড়ালেন। প্রচারণার জন্য প্রচুর পোস্টার ছাপালেন। এরপর প্রেসের লোক এসে বলল-প্রেস : স্যার, এত পোস্টার ছাপালেন, বিলটা তো পাইলাম না।নেতা : খাড়াও মিয়া, খালি একবার সংসদে যাই, তারপর তো শুধুই বিল পাস করমু।এসইউ/এবিএস
Advertisement