৫ জানুয়ারির নির্বাচন নিয়ে মন্তব্য করায় নতুন মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেন্সকে মেপে কথা বলার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দুঃস্থদের মধ্যে ভিজিএফের চাল, শাড়ি, শার্ট, থ্রি-পিস ও টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।মার্সিয়া স্টিফেন্সকে ইঙ্গিত করে কৃষিমন্ত্রী বলেন, আমরা সহযোগিতা নেই, সাহায্য নেই, কিন্তু ভিক্ষা নেই না। পাইপাই করে হিসাব করে পয়সা ফেরত দেই। যখন কোনো প্রকল্প হাতে নেই সেই প্রকল্পের পয়সা আমরা ফেরত দেই। কাজেই মেপে কথা বলবেন।বিএনপিকে উদেশ্য করে তিনি বলেন, নির্বাচনের সময় অশান্তি করেছেন। এখনও দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। বলছেন, আন্দোলন করবেন ঈদের পরে, আমরা কারও গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেইনি, দেবোও না।তবে আন্দোলনের নামে মানুষ হত্যা, নৈরাজ্য মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।মানবাধিকার সংস্থাগুলোর উদ্দেশে তিনি বলেন, গাজায় যখন বাবার কোলে বাচ্চার লাশ দেখেন তখন আপনাদের বিবেক জাগ্রত হয় না। আর বিচারের মাধ্যমে যুদ্ধাপরাধীদের শাস্তি দিলে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার কথা বলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন। এ সসয় শেরপুরের পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) শারমিন আক্তার, পৌর মেয়র আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হকসহ প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement