লাইফস্টাইল

ঘর সাজাতে শতরঞ্জি

আসবাবের সৌন্দর্য বাড়াতে প্রয়োজন ঘর সাজানো ভিন্ন ভিন্ন শতরঞ্জি। ঘরের সৌন্দর্যে একটু বাঙালিয়ানা ভাব ফুটিয়ে তুলতে শতরঞ্জির ব্যবহার হতে পারে ঘরের প্রধান আকর্ষণ। শুধু মেঝেতেই নয়, দেয়াল সাজাও ব্যবহার করা যায় যুগোপযোগী বিভিন্ন ধরনের শতরঞ্জি। তাই, দেয়ালের আয়তন অনুযায়ী বড়, মাঝারি বা ছোট যেকোনো আকৃতির শতরঞ্জি ঝুলাতে পারেন। ফলে ঘরের পরিবেশটাই অনেকটাই বদলে যাবে।ঘরের দেয়াল সাজের মতোই ঘরের মেঝের সাজে বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। তাই গৃহসজ্জার প্রয়োজনে ঘরের মেঝের সর্বত্রই শতরঞ্জি ব্যবহার করা যেতে পারে। যেহেতু এখন শীত, তাই ফার্নিচার বাদ দিয়ে মেঝেজুড়েই শতরঞ্জির ব্যবহার হতে পারে।শোবার ঘরে খাটের পাশে রাখুন শতরঞ্জি। শিশুদের ঘরে মেঝেজুড়েই ব্যবহার করতে পারেন শতরঞ্জি। আবার খাটের পাশে, পড়ার টেবিলের পাশে বা দরজায় আলাদা-আলাদা শতরঞ্জি ব্যবহার করতে পারেন।ডাইনিংয়ের খাবার টেবিল সাজাতে মগ-গ্গ্নাস, থালা-বাটি বা গামলা রাখার জায়গাগুলোও শতরঞ্জি দিয়ে রঞ্জিত করতে পারেন।ঘরের আসবাবের আকৃতি এবং রঙ অনুসারে শতরঞ্জির ব্যবহার যেন আকর্ষণীয় হয়ে ফুটে ওঠে সে বিষয়টি আগেই ভেবে রাখুন।

Advertisement