জাতীয়

ট্রাফিক আইন ভঙ্গ করলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা

ট্রাফিক আইন ভঙ্গ করলে পুলিশের বিরুদ্ধেও তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। শনিবার দিনব্যাপি মাসিক ক্রাইম কনফারেন্সে তিনি একথা বলেন।রাজধানীর যানজট সর্ম্পকে ডিএমপি কমিশনার বলেন, ট্রাফিক আইন কেউ যেন ভাঙতে না পারে। এক্ষেত্রে  পুলিশ সদস্য হলেও তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।কনফারেন্সে পবিত্র রমজান, ঈদ ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং এ বিষয়ে গৃহীতব্য ব্যবস্থা সংক্রান্ত নির্দেশনা প্রদান করেন তিনি।  এছাড়া সাম্প্রতিককালে দেশের বিভিন্ন অঞ্চলে ধর্মযাজক, পুরোহিত, প্রগতিশীল ব্যক্তি ও পুলিশ সদস্যদের উপর অজ্ঞাত সন্ত্রাসীদের বিভিন্ন ধরনের হামলা কারণে পুলিশের আবাসস্থলের নিরাপত্তা জোরদার করাসহ সংশ্লিষ্ট থানার মোবাইল পেট্রল, ফুট পেট্রল, জোরদার করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার।তিনি বলেন, ‘আমি ডিএমপিকে সেরা ইউনিট হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আপনাদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি জনগণের সঙ্গে সু-সর্ম্পক স্থাপন করতে হবে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের সঙ্গে সু-সর্ম্পক স্থাপন সম্ভব।’কনফারেন্সে ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম বর্তমান জঙ্গি কার্যক্রম ও এর বিস্তৃতির বিভিন্ন বিষয় উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। সেই সঙ্গে তিনি জঙ্গিদের প্রতি সর্তক দৃষ্টি রাখার জন্য সবাইকে অনুরোধ জানান।এআর/এমএমজেড/এবিএস

Advertisement