নতুন কোচ পেলেও এবার নতুন বোলিং কোচের সন্ধানে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে অনেকের নাম তালিকায় আসলেও সবাইকে ছাপিয়ে উঠে এসেছে সাবেক পাকিস্তানি পেস বোলার আজহার মেহমুদের নাম। মুশতাক আহমেদের জায়গায় বোলিং কোচ ও দলের মধ্যস্থতাকারী হিসেবে ফিরতে পারেন তিনি। ডানহাতি এ অলরাউন্ডারকে ফেরাতে প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান দলে যোগ দিয়েই আজহার মেহমুদকে দলের বোলিং কোচে নিয়োগ দেয়ার কথা জানান মিকি আর্থার। পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘আর্থার মুশতাককে চাচ্ছিল সহকারী কোচ হিসেবে কিন্তু ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির বোলিং কোচ হিসেবে কাজ করার কারণে তাকে পাচ্ছি না আমরা।’তবে মুশতাকের পাশাপাশি আজহার মেহমুদের নামও উঠে আসে তালিকায়। পিসিবির এমন প্রস্তাবে অবশ্য আর্থার কোন অভিযোগ জানাননি। আজহারের সঙ্গেও যোগাযোগ করেনি পিসিবি। আজহার ছাড়াও আকিব জাভেদ ও মোহাম্মদ আকরামও তালিকায় আছেন বলে নিশ্চিত করেছেন পিসিবির কর্মকর্তা। জুলাইতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে যাবে পাকিস্তান দল। তার আগেই নিশ্চিত হবে কে হচ্ছেন নতুন বোলিং কোচ। আরআর/এবিএস
Advertisement