`বেনিফিট অব ডাউট` প্রথা সাধারণত ব্যাটসম্যানদের পক্ষে যায়। কিন্তু এবার বোলারদের সুবিধার কথা চিন্তা করে বিতর্কিত এই আইন পরিবর্তন করার চিন্তা করছে আইসিসি। বর্তমান সময়ে এলবিডব্লিউ সিদ্ধান্তের ক্ষেত্রে পিচে অন্তত অর্ধেক বল না থেকে স্ট্যাম্পে আঘাত করলে আম্পায়াররা ব্যাটসম্যানদের পক্ষে রায় দেয়। তবে এবার বোলারদের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে চাচ্ছে আইসিসি। আইসিসির বর্তমান কমিটিতে থাকা শ্রীলঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এ নিয়ম নিয়ে আলোচনা করে এটি পরিবর্তন করার জন্য আইসিসির পরিচালনা কমিটির কাছে সুপারিশ করেছে। ইএসপিএন দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা পিচে অন্তত পঁচিশ ভাগ বল থেকে স্ট্যাম্পে আঘাত করলে তার যেন বোলারদের পক্ষে যায় এ নিয়ে একটি সুপারিশ করেছি। ইংল্যান্ড ও শ্রীলংকার মধ্যকার তৃতীয় টেস্টে জনি বেয়ারস্টোর রিভিউয়ের পর থেকে আবারো আলোচনায় এসেছে। এমআর/আরআইপি
Advertisement