নিজের প্রযোজিত `শিভয়` ছবিতে নিকোল কিডম্যানকে চুক্তিবদ্ধ করার চেষ্টা করছেন বলিউড তারকা অজয় দেবগণ । কারণ তার `অ্যাকশন জ্যাকসন` ছবিটির গায়ে বছরের অন্যতম বিরক্তিকর ও বাজে ছবির তকমা লেগেছে আগেই। তাই অজয় চাইছেন পরবর্তী ছবির মাধ্যমে দিয়ে হারানো ইমেজ ফিরিয়ে আনতে।নিকোলের সঙ্গে ফোনে কথা বলে প্রাথমিকভাবে প্রস্তাবও দিয়েছেন অজয়। তবে পেশাদার নিকোল প্রস্তাব পেয়ে ধন্যবাদ জানানোর পাশাপাশি সম্পূর্ণ চিত্রনাট্য চেয়েছেন। চিত্রনাট্য পড়ার পরই তিনি এ বিষয়ে মতামত দেবেন। তবে এখনই অজয়কে নিরাশ করেননি তিনি। চিত্রনাট্য পছন্দ হলেই বলিউডে অভিষেক হবে নিকোলের।
Advertisement