খেলাধুলা

মাঠে নেমেই মেসির জোড়া গোল

ইনজুরির কারণে কোপা আমেরিকার শতবর্ষী আসরের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে মাঠে ছিলেন না মেসি। তবে দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামার ৭ মিনিট পরই গোল করে দলকে ২-০ তে এগিয়ে দিলেন পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। আর ম্যাচের ৭৯ মিনিটে ফ্রি কিকে নিজের দ্বিতীয় গোল করে দলে ৩-০ তে লিড পায়িয়ে দেন মেসি। এর আগে কোপা আমেরিকার নিজেদের দ্বিতীয় ম্যাচের প্রথমার্ধ শেষে পানামার বিপক্ষে ম্যাচের ৭ মিনিটে ডি মারিয়ার ক্রসে হেড করে দলকে লিড এনে দেন ম্যান সিটি তারকা  নিকোলাস ওটামেন্ডি। যুক্তরাষ্ট্রের শিকাগোর শোলজার ফিল্ডে বাংলাদেশ সময় আজ শনিবার সকাল ৭টায় ম্যাচটি শুরু হয়।এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করে মেসির আর্জেন্টিনা। গত আসরের ফাইনালে চিলির কাছে হেরেই শিরোপা বঞ্চিত হয়েছিল মেসি-ডি মারিয়ারা। তাই এবারের আসরে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর আলবিসেলেস্তেরা। এমআর/এমএস

Advertisement