দেশজুড়ে

বন্দুকযুদ্ধে চরমপন্থি নেতা গুলিবিদ্ধ

সাতক্ষীরার তালা উপজেলার তেঘরিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সঞ্জিত অধিকারী (৩৫) নামের এক চরমপন্থি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ সঞ্জিত অধিকারী জালালপুর গ্রামের কার্তিক অধিকারীর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য।জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জাগোনিউজকে জানান, তালা থানার এসআই রইচউদ্দীনের নেৃতত্বে পুলিশের একটি দল খেশরা ইউনিয়নের যাওয়ার সময় পথিমধ্যে তেঘরিয়া মোড় এলাকায় পৌঁছালে সন্ত্রাসী দলকে দেখতে পায় তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছোড়ে। এসময় এএসআই বাদশা আহত হন। পরে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সঞ্জিত আহত হন। অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। সঞ্জিতকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।আকরামুল ইসলাম/এফএ/এমএস

Advertisement