জাতীয়

সারাদেশে গ্রেফতার ৯ শতাধিক

শুক্রবার থেকে শুরু হওয়া পুলিশের সাঁড়াশি অভিযানে সারাদেশে নয় শতাধিক লোককে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর মধ্যে রাজধানীতে ১৭৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।জাগো নিউজের জেলা প্রতিনিধিদের পাঠানো গ্রেফতারকৃতদের তথ্য তুলে ধরা হলো:টাঙ্গাইল: দেশব্যাপি পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে ৬৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তাদের আটক করা হয়।শেরপুর: শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মাদক, জুয়া, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছাড়াও বিশেষ ক্ষমতা আইনে আটক রয়েছে। আটককৃতদের শুক্রবার বিকেলে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হলে বিচারিক হাকিম তাদের জেলা কারাগারে প্রেরণ করেন।নেত্রকোনা: নেত্রকোনায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াতের উপজেলা আমির নজরুল ইসলামসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন সদর উপজেলা থেকে জামায়াতের উপজেলা শাখার আমির নজরুল ইসলাম, দুর্গাপুরে উপজেলার আমির গোলাম রব্বানী, কেন্দুয়া উপজেলার আমির আতাউর রহমান, মদন উপজেলার সাবেক আমির রহুল আমীন, বারহাট্টায় জামায়াত কর্মী মো. আবুল কাশেম, কলমাকান্দায় শিবির সমর্থক শিপুসহ মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় আরো দুই জামায়াত কর্মীকে আটক করা হয়। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১০৪ জনকে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। এ সময় দুই হাজার ৮৪১ পিস ইয়াবা, দুই হাজার ৫শ’ লিটার চোলাইমদ, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া: জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর মধ্যে সদর থানায় ছয় জন, আশুগঞ্জে চার জন, নাসিরনগরে ১২ জন, নবীনগরে চার জন, বাঞ্ছারামপুরে একজন, কসবায় সাত জন, আখাউড়ায় দুইজন এবং বিজয়নগর থানায় দুইজন রয়েছেন।লক্ষ্মীপুর: সন্ত্রাস ও জঙ্গি দমনে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে লক্ষ্মীপুরে ৫৬ জনকে আটক করেছে পুলিশ। জেলা পুলিশ বিভাগ জানায়, লক্ষ্মীপুর সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে অভিযান চালিয়ে ৫৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি রয়েছেন।রাজশাহী: রাজশাহীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত একটা থেকে ভোর ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বোয়ালিয়া মডেল থানায় ১১ জন, রাজপাড়া থানায় ১০ জন, মতিহার থানায় ৫ জন, শাহমুখদুম থানায় ৩ জন ও নগর গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে ১৫ জন বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। আর বাকি ১৬ জনকে আরএমপি আইনে গ্রেফতার করা হয়েছে।নওগাঁ: নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে ১১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে সদর উপজেলায় ২৯ জন, মান্দায় ১১ জন, মহাদেবপুরে ৭ জন, নিয়ামতপুরে ৭ জন, পোরশায় দুইজন, সাপাহারে ৬ জন, রাণীনগরে ১২ জন, আত্রাই ১০ জন, বদলগাছী ৮ জন, পত্নীতলায় ১২ জন ও ধামুইরহাটে ১০ জনসহ মোট ১১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।নাটোর: দেশব্যাপি জঙ্গি দমনে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নাটোরে ২৭ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও রাতে প্রায় ৪০টি মোটরসাইকেল জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।দিনাজপুর: দিনাজপুরে বিশেষ অভিযানে ১০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে ২৪ জন জামায়াত-বিএনপির কর্মী সমর্থক রয়েছে বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে দিনাজপুর কোতয়ালী থানায় ৩০ জন, কাহারোল থানায় সাতজন, বিরল থানায় ৯ জন, চিরিরবন্দর থানায় ১১ জন, বোচাগঞ্জ থানায় দুইজন, ফুলবাড়ী থানায় ছয়জন, পার্বতীপুর থানায় পাঁচজন, হাকিমপুর থানায় ১১জন।পঞ্চগড়: জঙ্গি তৎপরতা দমনে সারাদেশে বিশেষ অভিযানের অংশ হিসেবে পঞ্চগড়ে তিন জামায়াতকর্মীসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত ২৬ জনের মধ্যে পঞ্চগড় সদর থানায় দুই জামায়াতকর্মী বাহার উদ্দীন (৬০) এবং ওমর আলীসহ (৫৫) ১০ জন, তেঁতুলিয়া থানায় জামায়াতকর্মী আব্দুল গণিসহ (৫২) ৩ জন, বোদা থানায় ৬ জন, আটোয়ারী থানায় ৩ জন এবং দেবীগঞ্জ থানায় ৪ জন।কুষ্টিয়া: কুষ্টিয়ায় পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৫ কর্মীসহ বিভিন্ন মামলায় ৫৭ আসামিকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।মাগুরা : জঙ্গি তৎপরতার অভিযোগে মাগুরা জেলা জামায়াতের আমির আলমগীর বিশ্বাস ও তার অপর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার শত্রুজিৎপুর এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।নড়াইল: নড়াইলে দুই জামায়াত কর্মীসহ ৫০ জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, পুলিশের সন্ত্রাস ও জঙ্গিবিরোধী অভিযানে সদর থানা পুলিশ সদর উপজেলার দুই জামায়াত কর্মীসহ ১৮ জনকে আটক করেছে। এ সময় ধুন্দা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়। এছাড়া লোহাগড়া থানা পুলিশ ১৩ জন, কালিয়া থানা পুলিশ ৮ জন এবং নড়াগাতি থানা পুলিশ ১১ জনকে আটক করেছে।বরিশাল: বরিশালে ২৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামিরাও রয়েছেন। জেলা পুলিশ সুপার এস এম আকতারুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা পুলিশের অধীন ১০ থানায় থেকে বিশেষ অভিযানে এ পর্যন্ত আটক হওয়া ২৯ জনের মধ্যে রয়েছে গৌরনদী থানায় নাশকতা মামলার আসামি মিজান সরদার এবং বাকেরগঞ্জ থানার তালিকাভুক্ত ডাকাত সরোয়ার জামান।বিএ

Advertisement