এখনো তার সাসেক্সে খেলতে যাওয়া অনিশ্চিত। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফিরে এসে কয়েকদিনের বিশ্রামের পর নিজেকে ফিরে পেতে অনুশীলনে নেমে পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। ফিজিও বায়েজিদুল ইসলামের অধীনে সর্বনিম্ন ৮-১০ দিন থেকে সর্বোচ্চ তিন সপ্তাহ সময় লাগতে পারে মুস্তাফিজের পুরোপুরি সুস্থ হতে। কিন্তু এতো কিছুর পরেও মুস্তাফিজের আশা ছাড়ছে না সাসেক্স। শুক্রবার কেন্টের বিপক্ষে ম্যাচের পর ১৬ তারিখ রয়েছে মিডলসেক্সের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ। সে ম্যাচেও মুস্তাফিজের খেলা অনিশ্চিত। তবে ২৬ তারিখ গ্লোস্টারশায়ারের বিপক্ষেই সাসেক্সের হয়ে অভিষেক হতে পারে মুস্তাফিজের। সাসেক্স কোচ মার্ক ডেভিসের মতে, ‘যদি মুস্তাফিজের উন্নতি ঠিক মত হয় তাহলে সে গ্লোস্টারশায়ারের বিপক্ষে অরেন্ডেলে স্টেডিয়ামে খেলতে নামবে। এই ম্যাচে নামার আগে সে বেশ কিছুদিনের বিশ্রামও পাবে। সে এখানে আসার জন্য উৎসাহী অনেক এবং আশা করতেছি সে সুস্থ হয়েই এখানে আসবে।’মার্ক ডেভিস আশা করলেও মূলত সবকিছু নির্ভর করছে মুস্তাফিজের পুনর্বাসন প্রক্রিয়ার উপর। এর আগেও কেন্টের বিপক্ষে মুস্তাফিজের খেলার কথা থাকলেও ইনজুরির কারণে সেটি সম্ভব হয়নি। মুস্তাফিজ আশার আগ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড উইসেকে তিন ম্যাচের জন্য বিদেশি খেলোয়াড়ের কোটায় রেখেছে সাসেক্স। আরআর/এবিএস
Advertisement