পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের ওপর হামলা মামলায় দোষী সাব্যস্ত আরো এক আসামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। বুধবার সকালে পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে এ ফাঁসি কর্যকর করা হয়। ফাঁসি কার্যকর হওয়া ব্যাক্তি নিয়াজ মুহাম্মাদ পাকিস্তান বিমান বাহিনীর সাবেক জুনিয়র টেকনিশিয়ান ছিলেন।২০০৩ সালে রাওয়ালপিন্ডিতে জেনারেল পারভেজ মোশাররফকে হত্যা প্রচেষ্টার ঘটনায় নিয়াজ জড়িত ছিলেন বলে আদালত রায় দিয়েছে। আদালত তার বিরুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ দেয় এবং আজ সেই রায় কার্যকর করা হয়।উল্লেখ্য, ২০০৬ সালের ৬ জুনের পর পেশোয়ার কারাগারে এই প্রথম কোনো আসামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ২০০৩ সালে জেনারেল মোশাররফের ওপর ওই হামলা মামলায় পাক বিমান বাহিনীর ছয় সদস্যকে দোষী সাব্যস্ত করে ফিল্ড মার্শাল কোর্ট। ২০০৫ সালের ৩ অক্টোবর দেয়া রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন দেয়া হয়। এর মধ্যে মৃত্যুদণ্ডের আসামী ও জুনিয়র টেকনিশিয়ান আদনান রশিদ ২০১২ সালে বান্নু কারাগার ভেঙে পালিয়ে যান।
Advertisement