অর্থনীতি

বাণিজ্যমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার

রাজধানীর শেরে বাংলা নগরে ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলার ২০তম আসর শুরু হচ্ছে বৃহস্পতিবার। এবারের মেলায় থাকছে ৫০৬ টি স্টল ও প্যাভিলিয়ন।  বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।মেলার বিস্তারিত তুলে ধরে বাণিজ্য মন্ত্রী মো. তোফায়েল আহমেদ বলেন, মেলা ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলা বরাবরের মতো প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে। প্রবেশ মূল্য থাকছে বড়দের জন্য ৩০, আর ছোটদের ২০ টাকা। প্রতিদিন গড়ে ৭৫ থেকে ৮০ হাজার দর্শনার্থী মেলায় আসবে বলেও জানান তিনি।মন্ত্রি বলেন, রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে। মানুষও সচেতন। গত পরশু হরতাল থেকে বিএনপি বুঝতে পেরেছে এসব কর্মসূচি দিয়ে কোন লাভ নেই।সংবাদ সম্মেলনে বলা হয়, মেলায় ভারত, পাকিস্তান, চীন, মালেশিয়া, ইরান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, সিঙ্গাপুর, বৃটেন, জামার্নী, সংযুক্ত আরব আমিরাতসহ মোট ১৫ টি দেশ অংশ নিচ্ছে। আর পণ্য থাকছে, মেশিনারিজ, কার্পেট, বিউটি পণ্য, কৃষিজাত খাদ্য পণ্য, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, সিরামিকস, কাপড়, মেলামাইন, ইলেকট্রনিকস ইত্যাদি। এছাড়া মেলায় বরাবরের মতো অন্যান্য সব সুযোগ সুবিধা থাকছে। মেলায় থাকবে অনলাইনে কেনাকাটারও সুযোগ। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী তিন বছরেরর মধ্যে স্থায়ী জায়গাও চলে যাবে মেলা।

Advertisement