দু`দিন আগেই হঠাৎ করে বদলে ফেলা হয় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সূচি। বিদেশী খেলোয়াড় আনতে দেরি হওয়ায় নিজেদের ক্ষমতাবলে একদিন পিছিয়ে নেয় গাজী গ্রুপ। এ ম্যাচেই নির্ভর করছিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের সুপার সিক্স। কিন্তু শেষ রক্ষা আর হলো না তাদের। ভিক্টোরিয়ার কাছে ২৮ রানে হেরে গেছে তারা। আব্দুল মজিদের সেঞ্চুরির পর আল-আমিনের স্পিন মায়াজালে দারুণ জয় পেয়ে শীর্ষে উঠে প্রথম পর্ব শেষ করলো ভিক্টোরিয়া। বৃহস্পতিবার সকালে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয়। নির্ধারিত সময়ের প্রায় আড়াই ঘণ্টা পর ম্যাচ শুরু হলে ৩৩ ওভারে ম্যাচ নির্ধারণ করা হয়। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে ভিক্টোরিয়া। তবে শুরুটা ভালো হয়নি তাদের। দলীয় ৯ রানেই ফজলে মাহমুদকে হারায় তারা।এরপর মুমিনুল হককে নিয়ে দলের হাল ধরেন আব্দুল মজিদ। দ্বিতীয় উইকেট জুটিতে এ দুই ব্যাটসম্যান দলের পক্ষে ১২২ রান যোগ করেন। এরপর মুমিনুল বিদায় নিলে আল-আমিনকে নিয়ে আরও ৬৬ রানের দারুণ জুটি গড়েন তিনি। ফলে নির্ধারিত ৩৩ ওভারে ৭ উইকেটে ২১৯ রানের বড় সংগ্রহই পায় ভিক্টোরিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ১০০ রান করেন আব্দুল মজিদ। ৯২ বলে ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেন এ ওপেনার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৩ রান করেন মুমিনুল। ৬৬ বলে ১০টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া আল-আমিন করেন ২৪ রান। গাজী গ্রুপের পক্ষে ১৯ রানে ৩টি উইকেট পান মোহাম্মদ শরীফ। এছাড়া ৩৬ রানে ২টি উইকেট নেন দেলোয়ার হোসেন।ভিক্টোরিয়ার দেওয়া ২২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পরে গাজী গ্রুপ। মাত্র ১১ রানেই ২ উইকেট হারিয়ে দারুণ চাপে পরে তারা। এরপর শামসুর রহমান শুভকে নিয়ে দলের হাল ধরেন ভারতীয় ব্যাটসম্যান পুনিত বিশ্ত। ৯৫ রানে জুটি গড়ে দলের প্রাথমিক চাপ সামলে নেন তারা। এক প্রান্তে দারুণ ব্যাটিং করে দলকে জয়ের স্বপ্ন দেখান এ ভারতীয়। তবে যোগ্য সঙ্গীর অভাবে শেষপর্যন্ত হার মানতে বাধ্য হয় তাদের।দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন পুনিত বিশ্ত। ৭৯ বলে ১২টি চারের সাহায্যে এ রান করেন তিনি। এছাড়া ৫২ বলে ৪২ রান করেন শামসুর। ভিক্টোরিয়ার পক্ষে ২৭ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন আল-আমিন। এছাড়া ৩৭ রানে ৩টি উইকেট পান মাহবুবুল আলম।আরটি/এমআর/আরআইপি
Advertisement