শিল্প-সাহিত্য-সংস্কৃতির মূলেই হচ্ছে পৃষ্ঠপোষকতা। পৃষ্ঠপোষকতা না পেলে তা কখনো অর্থবহ হয়ে ওঠে না। প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা করে এসেছেন বিভিন্ন জন। তাই বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকদের নিয়েই আজকের আয়োজনের শেষ পর্ব-১. প্রশ্ন : বাংলায় সর্বপ্রথম ‘বিদ্যাসাগর কাহিনী’ কার আমলে রচিত হয়?উত্তর : হুসেন শাহের আমলে।২. প্রশ্ন : ‘মনসামঙ্গল’ কোন ধরনের কাব্য?উত্তর : বাংলার লৌকিক কাহিনি। ৩. ‘মনসামঙ্গল’ কাব্য রচনা করেন কে?উত্তর : কবি বিজয়গুপ্ত। ৪. প্রশ্ন : রামায়ণের অনুবাদ করেন কে?উত্তর : কৃত্তিবাস। ৫. প্রশ্ন : কার পৃষ্ঠপোষকতায় ‘বিদ্যাসুন্দর’ রচিত হয়?উত্তর : রাজা কৃষ্ণচন্দ্র্রের।৬. প্রশ্ন : ‘বিদ্যাসুন্দর’ কে রচনা করেন?উত্তর : ভারতচন্দ্র। ৭. প্রশ্ন : কোন কবি গিয়াস উদ্দীন আযম শাহের রাজ কর্মচারী ছিলেন?উত্তর : শাহ মুহম্মদ সগীর।৮. প্রশ্ন : কবি মালাধর বসুর পৃষ্ঠপোষক কে ছিলেন?উত্তর : শামসউদ্দিন ইউসুফ শাহ।৯. প্রশ্ন : রাজা লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন?উত্তর : ভারতচন্দ্র।১০. প্রশ্ন : হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কে কাব্যচর্চা করেন?উত্তর : রূপ গোস্বামী।১১. প্রশ্ন : বাংলায় মহাভারত রচনা করেন কে?উত্তর : কবীন্দ্র পরমেশ্বর।১২. প্রশ্ন : কার আদেশে বাংলায় মহাভারত রচনা করা হয়?উত্তর : পরাগল খানের।১৩. প্রশ্ন : ছুটি খানের সভাকবি কে ছিলেন?উত্তর : শ্রীকর নন্দী।১৪. প্রশ্ন : ‘পদ্মাবতী’ কে রচনা করেন?উত্তর : মহাকবি আলাওল।১৫. প্রশ্ন : কার অনুরোধে আলাওল ‘পদ্মাবতী’ রচনা করেন?উত্তর : কোরেশী মাগন ঠাকুরের।১৬. প্রশ্ন : মধ্যযুগে কোন কবি বাংলাদেশে এসেছিলেন?উত্তর : কবি হাফিজ। ১৭. প্রশ্ন : কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কে?উত্তর : গিয়াসউদ্দিন আজম শাহ। ১৮. প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রধান প্রধান ধারা কী?উত্তর : গীতিকবিতা, মহাকাব্য, উপন্যাস, গল্প, নাটক, প্রহসন, প্রবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, পত্রসাহিত্য, জীবনী ইত্যাদি।১৯. প্রশ্ন : মধ্যযুগের অন্যতম সাহিত্য ধারা কী কী?উত্তর : বৈষ্ণব পদাবলী, জীবনী সাহিত্য, মঙ্গলকাব্য, কবিগান, পুঁথি সাহিত্য, অনুবাদ সাহিত্য, মর্সিয়া সাহিত্য ইত্যাদি।২০. প্রশ্ন : আধুনিক যুগের সাহিত্য ধারা কী কী?উত্তর : মহাকাব্য, গীতিকাব্য, উপন্যাস, নাটক, ছোটগল্প, প্রহসন, প্রবন্ধ, নিবন্ধ, অভিসন্দর্ভ, সমালোচনা, আত্মজীবনীমূলক সাহিত্য, পত্রসাহিত্য, গীতিনাট্য ইত্যাদি।এসইউ/এবিএস
Advertisement