রাজনীতি

সরকার পতন আন্দোলনে বিএনপির চরম গোপনীয়তা

সরকার পতন কর্মসূচি নিয়ে চরম গোপনীয়তার কৌশল অবলম্বন করছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ব্যাতিত কাউকেই জানানো হচ্ছে না কেমন কর্মসূচি নিয়ে রাজপথে সরব থাকতে চায় দলটি।সূত্র জানায়, দেশের চলমান রাজনীতি ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বুধবার চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরী সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি কোন বিষয়ে কথা বলবেন এটা জানেন না বিএনপির হাই-কমান্ডের নেতারা।বুধবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, দলটির যুগ্ম মহাসচিব ও দফতরের দায়িত্বেপ্রাপ্ত এডভোকেট রুহুল কবির রিজভী ও ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান কাছে সংবাদ সম্মেলনের মূল ফোকাস কোন বিষয়ের উপর- জানতে চাইলে তারা কিছুই জানেন না বলে জানান।একটি সূত্র জানায়, জরুরী এই সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়কের মাধ্যমে নির্বাচন দিতে সরকার তথা আওয়ামী লীগকে শেষ আল্টিমেটাম দিতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অথবা রাজপথের সরকার পতন আন্দোলনের চুড়ান্ত কর্মসূচি ঘোষণা করতে পারেন তিনি।এর আগে ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপি রাজপথে বড় ধরনের আন্দোলন কর্মসুচি না দিলেও দেশের বেশ কয়েকটি জেলায় দলটির চেয়ারপারসন জনসভা করে চুড়ান্ত আন্দোলেন কথা বলেছেন। সেটারই বাস্তব প্রতিফলন দেখা যেতে পারে আজকের সংবাদ সম্মেলনে।

Advertisement