খেলাধুলা

চার বছর পর শ্রীলঙ্কা দলে মাহরুফ

ওয়ানডে ম্যাচে শেষবার জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন ২০১২ সালে। তারপর আর ওয়ানডে দলে ফেরা হয়নি তার। তবুও নিজের ফর্ম ধরে রেখে ঘরোয়া লিগে দিনের পর দিন খেলে গেছেন। ভালো খেলার পুরষ্কারও পেলেন হাতেনাতে। চার বছর আবারো শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেলেন অলরাউন্ডার পারভেজ মাহরুফ। ৩১ বছর বয়সী মাহরুফ সম্প্রতি আয়োজিত শ্রীলঙ্কার লিস্ট ‘এ’ প্রতিযোগিতায় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। ঐ টুর্নামেন্টে ৬.৩১ গড়ে নিয়েছেন ১৬ উইকেট। ব্যাট হাতেও টুর্নামেন্টে নন্ডেস্ক্রিপটসের বিপক্ষে ৭৭ রান করেছেন তিনি। শ্রীলঙ্কার হয়ে ২২টি টেস্ট, ১০৪টি  ওয়ানডে এবং ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন মোট ১৩৩টি উইকেট। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড। মাহরুফ ছাড়াও দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার দানুশকা গুনাথিলাকা, লেগ স্পিনার সেকুগে প্রসন্না, অফ স্পিনার সুরাজ রানদিভ এবং ব্যাটসম্যান উপল থারাঙ্গা। আইরিশদের বিপক্ষে জুন মাসের ১৬ এবং ১৮ তারিখ দু’টি ওয়ানডে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। তারপরেই ২১ তারিখ থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে এঞ্জেলো ম্যাথুজের দল। আরআর/এমএস

Advertisement