এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলটি ৮ মাস আগে চুরি হয়েছিল। কয়েক বার হাত বদল হওয়ার পর সর্বশেষ মালিকের কাছ থেকে এটি চুরি হয় বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য একথা জানান। তিনি জানান, মোটরসাইকেলের সর্বশেষ মালিক শহীদ উল্লাহকে আমরা আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। তার এই মোটরসাইকেলটি ৮ মাস আগে চুরি হয়ে গিয়েছিল বলে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। দেবদাস ভট্টাচার্য জানান, সিসিটিভি ফুটেজে দেখা মোটরসাইকেল এবং মাইক্রোবাসের গন্তব্য মামলা তদন্তের অন্যতম বিষয়। বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মোটরসাইকেল এবং মাইক্রোবাসটি একসঙ্গে বেশ কিছু দূর গিয়ে পৃথক হয়ে গেছে।তিনি জানান, মোটরসাইকেলটি ঘটনার পরদিন বাদুরতলা এলাকা থেকে উদ্ধার করা হলেও এখনো মাইক্রোবাসটি উদ্ধার হয়নি, এই মাইক্রোবাস কিলিং অপারেশনের ব্যাকআপ হিসেবে ছিলো বলে মনে করা হচ্ছে। মিতুর মোবাইলে স্কুল থেকে অথবা স্কুলের নামে এসএমএস আসার প্রমাণ পাওয়া যায়নি তার কললিস্টে। মোবাইলটি এখনো পাওয়া যায়নি বলে জানান তিনি। উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে ৬টায় নগরীর জিইসি মোড়ে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জীবন মুছা/জেএইচ/আরআইপি
Advertisement