খেলাধুলা

সূচি পরিবর্তনে ষড়যন্ত্রের গন্ধ!

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এবার শুরু থেকেই চলছে একের পর এক নাটক। যখন-তখন সূচি ও ভেন্যু পরিবর্তন করা হচ্ছে। আম্পায়ারিং নিয়ে সুবিধা পাওয়া নির্দিষ্ট দল ছাড়া সবাই অভিযোগ করছেন। তবে এসব কিছুকে ছাড়িয়ে গেছে মঙ্গলবার। লিগের শেষ রাউন্ডের শেষ তিন ম্যাচের একটি খেলার সূচিতে কোনো কারণ ছাড়াই পরিবর্তন এনেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। আর তাতেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন সবাই। নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই এ কাজ করা হয়েছে বলে মন্তব্য করেছে প্রিমিয়ার ক্রিকেট লিগের দলগুলো।পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামীকাল (বুধবার) গাজী গ্রুপ ও ভিক্টোরিয়ার খেলার কথা ছিল; কিন্তু অনিবার্য কারণ উল্লেখ করে ম্যাচটি একদিন পিছিয়ে দিয়েছে সিসিডিএম। সঠিক কোনো কারণ উল্লেখ করেননি তারা। এ প্রসঙ্গে জানার জন্য সিসিডিএমের প্রধান সমন্বয়কারী আমিন খানকে বেশ কয়েকবার ফোন করলেও ফোন ধরেননি তিনি।লিগ পর্বের শেষ দিন খুবই গুরুত্বপূর্ণ। অন্তত দুটি দল এদিন নির্ধারিত হবে সুপার সিক্স পর্বের জন্য। রয়েছে নানা হিসাব-নিকাশ। এরই মধ্যে একটি ম্যাচের সূচি পরিবর্তন মানে ওই ম্যাচের বিশেষ একটি দলের জন্য হিসাব-নিকাশ সহজ করে দেয়ার সামিল। এখানেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের পরিচালক সারোয়ার হোসেন।সিসিডিএমের চেয়ারম্যানের কথা উল্লেখ করে তিনি জাগো নিউজকে বলেন, ‘গাজীর যে মালিক তিনি হলেন আবার সিসিডিএমের চেয়ারম্যান। আমরা ইতিপূর্বেই দেখলাম যে ঢাকা প্রিমিয়ার লিগে অনেক নাটক হয়েছে। সূচিতে নাটকীয় পরিবর্তন আনা হয়েছে। ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে। বাজে আম্পায়ারিং হয়েছে।’বিশ্বের প্রায় সব দেশের লিগ ও টুর্নামেন্টগুলোর শেষ রাউন্ডের ম্যাচগুলো সাধারণত একই দিনে হয়। সেখানে একই দিনে থাকা খেলা পিছিয়ে দেয়া নিয়েও হচ্ছে তুমুল সমালোচনা। আলোচনায় রয়েছে ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়েও। কারণ সুপার সিক্সের দলগুলো থেকে দুজন ভোট দেয়ার সুযোগ থাকে। আর অন্যদলগুলো একটি।গুরুত্বপূর্ণ দিনে এসে সূচি পরিবর্তন করার নিয়ম নেই উল্লেখ করে সারোয়ার হোসেন বলেন, ‘বিশ্বব্যাপি সবগুলো লিগে, সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেটে- গুরুত্বপূর্ণ ম্যাচের দিন সূচি পরিবর্তন করা হয় না। সম্প্রতি লা লিগার শেষ ম্যাচে বার্সেলোনার খেলা যেদিন ছিল, সেদিন রিয়ালেরও খেলা ছিল। এমন গুরুত্বপূর্ণ দিনে কখনো সূচি পরিবর্তন করা হয় না। আগামীকাল (বুধবার) তো প্রিমিয়ার লিগে একটা গুরুত্বপূর্ণ দিন। এদিন নির্ধারিত হবে সুপার সিক্সের বাকি দুই দল। সূচি পরিবর্তন করার প্রয়োজন হলে, তারা তিন ম্যাচেরই পরিবর্তন করে দিতো!’এবারের লিগের প্রথম পর্ব শেষ হতে ম্যাচ বাকি আর তিনটি। ইতোমধ্যেই আবাহনী, ভিক্টোরিয়া, রূপগঞ্জ ও প্রাইম দোলেশ্বর এ চারটি দল নিশ্চিত করেছে সুপার সিক্স। শেষ দিনের লড়াই শেষে জানা যাবে তাদের সঙ্গে যোগ দিচ্ছেন আর কোন দুটি দল। এ লড়াইয়ে এখনো টিকে আছে কলাবাগান ক্রীড়াচক্র, প্রাইম ব্যাংক, শেখ জামাল, মোহামেডান ও গাজী গ্রুপ। এরমধ্যে কিছুটা সুবিধাজনক অবস্থানে মোহামেডান। শেখ জামালের বিপক্ষে জিতলেই সুপার সিক্স নিশ্চিত হয়ে যাবে তাদের।তবে যদি মোহামেডান হেরে যায় তাহলে ম্যাচ জিতেও ঝামেলায় পড়ে যাবে গাজী গ্রুপ। লিগের নিয়ম অনুযায়ী হেড টু হেডে তারা পিছিয়ে। তাই শেষ দিনে অনেক সমীকরণই উঠে আসবে সামনে। কিন্তু হঠাৎ করেই একদিন পিছিয়ে দেয়া হয়েছে ফতুল্লা ভেন্যুর ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মধ্যকার ম্যাচটি। আর তাতে অনেকেই ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। আগে দুটি ম্যাচ হয়ে গেলে গাজীর সামনে সমীকরণ স্পষ্ট হয়ে যাবে। তাতে অনেক কিছুই ঘটে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।গাজীকে বাড়তি সুবিধা দিতেই ও পরিবর্তন আনা হয়েছে উল্লেখ করে সারওয়ার হোসেন আরো বলেন, ‘শেষদিন একটা বিষয় চূড়ান্ত হওয়ার ব্যাপার রয়েছে। একটা ম্যাচের পর আরেকটা ম্যাচ হলে তো অনেক কিছু পরিবর্তন করার সুযোগ তৈরি হয়ে যায়। সিসিডিএমের চেয়ারম্যান পক্ষপাতিত্ব করে তার দলকে বাড়তি সুবিধা দেয়ার জন্য এ ধরনের পরিবর্তন ঘটিয়েছেন। যদি বৃষ্টির কারণে খেলা পরিত্যক্ত হতো, তাহলে ভিন্ন কারণ ছিল। উদ্দেশ্য প্রণোদিতভাবে আগে থেকে ম্যাচটা সরিয়ে নিয়ে যাওয়ার তো কোনো কারণ নেই। তাহলে তো তিনটা খেলারই সূচি পরিবর্তন করে দেয়া উচিত ছিল। যুক্তি তো তাই বলে।’লিগের প্রায় সবগুলো দলই উল্লেখ করেছে, প্রিমিয়ার লিগে ব্যক্তিগত ক্ষমতা জারির কথা। ক্ষমতার বলেই ক্রিকেটের পবিত্রতা নষ্ট করে খেলাটিকে বিতর্কিত করছেন বলেও কয়েকটি ক্লাবের কর্মকর্তারা মতামত দিয়েছেন।আরটি/আইএইচএস/বিএ

Advertisement