বৃষ্টির কবলে না পড়লে আগামীকাল বুধবারই শেষ হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম পর্ব। বরাবরের মত মোট ১২টি দল নিয়ে শুরু হয়েছিল এবারের লিগ। এর প্রথম ছয়টি দল নিয়ে হবে সুপার সিক্স রাউন্ড। চারটি দল ইতোমধ্যেই নিশ্চিত করেছে সুপার লিগ। বাকি দুইটি দল কারা হচ্ছেন তা জানতে অপেক্ষা করতে হচ্ছে শেষ দিন পর্যন্ত।ঢাকা লিগের দলগুলোর পয়েন্ট সমান হলে হেড টু হেড মোকাবেলার রেজাল্ট দেখা হয়। তাই দারুণ জটিল আকার ধারন করেছে লিগ টেবিল। প্রাইম দোলেশ্বর, আবাহনী লিমিটেড, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ নিশ্চিত করেছে সুপার সিক্স। শেষ দুটি স্থানের জন্য লড়াইয়ে রয়েছে আরও চার দল। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, কলাবাগান ক্রীড়া চক্র, গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।প্রাইম ব্যাংক ও কলাবাগান ক্রীড়া চক্র প্রথম পর্বে তাদের নির্ধারিত ১১টি ম্যাচ খেলে ১২ পয়েন্ট অর্জন করেছে। শেষ দিনে এ দুইটি দলের শেষ চার নিশ্চিত হতে অপেক্ষা করতে হচ্ছে অন্যদলগুলোর ফলের ওপর। শেষদিনে মোহামেডান ও গাজী গ্রুপ হারলে নিশ্চিত হবে এ দুটি দলের সুপার সিক্স।মোহামেডান ও শেখ জামাল আগামীকাল মিরপুর শের-ই বাংলায় মুখোমুখি হবে। এ ম্যাচ মোহামেডান জয় পেলে নিশ্চিত হবে তাদের সুপার সিক্স। অপরদিকে হেরে গেলে বিদায় এক প্রকার নিশ্চিত তাদের।শেখ জামালকে সুপার সিক্সে উঠতে হলে আগামীকাল মোহামেডানকে বড় ব্যবধানে হারাতে হবে। পাশাপাশি গাজী গ্রুপের জয় প্রার্থনা করতে হবে। সে ক্ষেত্রে সবগুলো দলের পয়েন্ট ও হেড টু হেড সমান হলে রান রেট বিবেচনায় ভাগ্য খুলতে পারে তাদের।আর গাজী গ্রুপকে সুপার সিক্সে উঠতে হলে আগামীকালের ম্যাচে ভিক্টোরিয়াকে হারাতেই হবে। তবে মোহামেডান হেরে গেলে জটিলতায় পড়বে তারা। তাই নিজেদের জয়ের পাশাপাশি মোহামেডানের জয়ও কামনা করতে হবে তাদেরকে।তবে যদি শেখ জামাল ও গাজী গ্রুপ জয় পায় সেক্ষেত্রে পাঁচটি দলের পয়েন্ট হবে সমান ১২ করে। তখন হেড টু হেডেও সব দলের দুটি করে জয় থাকবে। সেক্ষেত্রে রান রেট বিবেচনায় শীর্ষে থাকা দল দুটি সুপার সিক্সে খেলার সুযোগ পাবে।সুপার সিক্সের লড়াই ছাড়াও রেলিগেশন লিগের লড়াইয়ের জন্যও তাকিয়ে থাকবে কলাবাগান একাডেমী ও ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। শেষদিনে রূপগঞ্জের বিপক্ষে ব্রাদার্স জয় পেলে নিশ্চিত হয়ে যাবে দলদুটির রেলিগেশন। তবে ব্রাদার্স হারলে তাদের নিয়ে রেলিগেশন লিগ খেলার সুযোগ পাবে দল দুটি।পয়েন্ট টেবিলে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান অবস্থা
Advertisement
দল
ম্যাচ
জয়
Advertisement
টাই
পরাজয়
পয়েন্ট
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব
Advertisement
১১
৭
০
৪
১৪
আবাহনী লিমিটেড
১১
৭
০
৪
১৪
ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব
১০
৬
১
৩
১৩
লিজেন্ডস অব রূপগঞ্জ
১০
৬
১
৩
১৩
মোহামেডান স্পোর্টিং ক্লাব
১০
৬
০
৪
১২
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
১১
৬
০
৫
১২
কলাবাগান ক্রীড়া চক্র
১১
৬
০
৫
১২
গাজী গ্রুপ ক্রিকেটার্স
১০
৫
০
৫
১০
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
১০
৫
০
৫
১০
ব্রাদার্স ইউনিয়ন
১০
৪
০
৬
৮
সিসিএস
১১
২
০
৯
৪
কলাবাগান ক্রিকেট একাডেমী
১১
২
০
৯
৪
আরটি/আইএইচএস/আরআইপি