দুধের ক্ষতিপূরণএক ব্যবসায়ীর দুধ বহনকারী গাড়িটা অন্য গাড়ির সাথে ধাক্কা লেগে উল্টে গেলো! দুধে ভেসে গেলো রাস্তা। দেখতে দেখতে সেখানে ভিড় জমে গেলো। ভিড়ের মাঝ থেকে জনৈক নেতা এগিয়ে এসে দুধ বহনকারী গাড়ির ড্রাইভারকে বললেন-নেতা : এজন্য নিশ্চয়ই তোমার মালিক তোমাকে দায়ী করবে, ক্ষতিপূরণ চাইবে?ড্রাইভার : জি।নেতা : তুমি তো গরিব মানুষ। এতো টাকা পাবে কোথায়? এক কাজ করো, এই নাও আমি তোমাকে ৫০ টাকা দিলাম, এখন অন্যদের কাছ থেকে আরো কিছু কিছু নিলে বোধহয় হয়ে যাবে তোমার।কিছুক্ষণের মাঝেই বেশ কিছু টাকা উঠে গেলো। ভিড় কমে গেলে নেতা গোছের লোকটিও চলে গেলেন। একজন পথিক আপন মনে বলে উঠলেন-পথিক : কে এই মহান ভদ্রলোক?ড্রাইভার : উনিই তো এই গাড়ির মালিক!****অন্য কোনো মেয়েকে ভালোবাসএক লোকের শখ হয়েছে নির্বাচন করার। দাঁড়িয়েও গেলেন ভোটে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। লোকটির স্ত্রী তো রেগে আগুন।স্ত্রী : আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিল কে?****কে জানি আমার ভোটটা দিয়া গেছেভোট দিয়ে বের হয়ে ভোট কেন্দ্রের পাশে দুই ভোটার কথা বলছে-প্রথম জন : গেছিলাম ভোট দিতে, দিতে পারলাম না। কে জানি আগেই আমার ভোটটা দিয়া গেছে।দ্বিতীয় জন : তাতে কী! আমারটাও কে জানি দিয়া গেছিল, আমি আরেকজনেরটা দিয়া আসছি।প্রথমজন : আমারে কি বেকুব ভাবছস? আমিও একই কাজ করছি!****রবীন্দ্রনাথ ক্রিকেট খেলেছিলেন১ম বন্ধু : রবীন্দ্রনাথ কি কখনো ক্রিকেট খেলেছিলেন?২য় বন্ধু : বোধ হয় খেলেছিলেন, কারণ তার একটা গানে আছে, ‘বল দাও মোরে বল দাও’।এসইউ/পিআর
Advertisement