বিশ্বকাপ বাছাইপর্বের অনুরূপ ফলাফল নিয়েই তাজিকিস্তান থেকে বাংলাদেশ ফিরেছে বাংলাদেশ ফুটবল দলের সদস্যরা। ৫-০ গোলের হারে একদম বিপর্যস্ত মামুনুলরা। পুরো ম্যাচে নিজেদের নামের প্রতি একদমই কোন সুবিচার করতে পারেনি জামাল ভুইয়া-মামুনুলরা। সেট পিস থেকে বারবার গোল খাওয়ার খেসারত ওই ম্যাচেও দিতে হয়েছে বাংলাদেশকে; কিন্তু ঘরের মাঠে বাংলাদেশকে বাতিলের খাতায় ফেলে দেওয়া মোটেও উচিত হবে না তাজিকিস্তানের। শেষ দুবার এই তাজিকদের বিপক্ষেই ১-১ গোলে ড্র করে জয় বঞ্চিত করে ছিল তাজিকিস্তানকে। ম্যাচের আগে হওয়া এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফও তেমন কিছুর ইঙ্গিত দিয়েছেন। কমপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়তে পারলেও সেটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বাংলাদেশের এই ডাচ কোচ। তাজিকদের মাটিতেও ড্রয়ের কথা বলেছিল বাংলাদেশ; কিন্তু বড় হারের লজ্জা নিয়ে ফিরতে হয়েছে। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, ‘তাজিকিস্তানের মাটিতে এত বড় ব্যাবধানে হার আমাদেরকে অনেকটা মানসিক আঘাত দিয়েছে। আমরা খুব ভালো একটি প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। তাদের অনেকেই তরুণ। ইউরোপের অনেক লিগে তাদের ফুটবলাররা খেলে থাকে। সত্যি কথা বলতে তাজিকিস্তান দলটা অসাধারণ। তারা খুব ভালো খেলছে। সেট পিসে আমাদের দুর্বলতা আবারো ফুটে উঠেছে। আমি হতাশ ফলাফল দেখে। আগামীকাল একটি নতুন দিন। আশা করি অনেক সমর্থক খেলা দেখতে আসবে। আমি আশা করছি আগের দিনের চেয়ে এটি অনেক ভালো ম্যাচ হবে আমাদের জন্য।’৫-০ গোলে হেরে দ্বিতীয় লেগে ৫-০ গোলের জয় কামনা করা স্বপ্নের জগতে বসবাস করা- একই কথা। কোচও সেই আশা দেখালেন না। ‘আসলে ফুটবলে কখন কী হয় বলা মুশকিল। তবে এটি খুবই কষ্টসাধ্য আমাদের জন্য।’ মোনায়েম খান রাজু ইনজুরিতে পড়ায় ম্যাচের প্রথম একাদশে আসতে পারে পরিবর্তন।তাজিকিস্তানের বিপক্ষে করা নিজেদের ভুলগুলোকেও স্বীকার করে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ‘দল আমাদেরকে সবরকমের সাহায্য করেছে। ওই ম্যাচে তাজিকিস্তানকে আটকানোর জন্য আমাদের যা যা করা দরকার সবই শিখিয়ে দেয়া হয়েছিল; কিন্তু আমরা খেলোয়াড়রা ব্যর্থ হয়েছি। চার বছর ধরেই আমরা সেট পিস সমস্যায় ভুগতেছি। প্রায় প্রত্যেকটি আন্তর্জাতিক ম্যাচে আমরা সেট পিসে গোল খেয়ে হেরেছি কিংবা ড্র করেছি। সেট পিসে কোচ আমাদের যেসব শিখিয়েছে কোনটাই মাঠে করে দেখাতে পারিনি। এটি অবশ্যই আমাদের ব্যর্থতা।’তাজিকিস্তানের বিপক্ষে এবার আর লড়াইয়ের কথা বললেন না মামুনুল ইসলাম। নিজেদের সেরা খেলাটাই উপহার দেয়ার কথা জানালেন তিনি। ‘৫-০ গোলে প্রথম ম্যাচে হেরে গিয়েছি। এটি আসলেই বেশি ছিল। আমাদের আসলে উন্নতি হয়নি। কোচ বলেছে আমরা অনেক সুযোগ পেয়েছিলাম। সেগুলো কাজে লাগাতে পারলে ভালো কিছু করতে পারতাম। তবে একটি দল হিসেবে ভালো কিছু করার জন্যেই আগামীকাল মাঠে নামবো আমরা। আমাদের চেষ্টার কোন ত্রুটি থাকবেনা কালকের ম্যাচে। আমাদের বেস্ট ফুটবলটাই আমরা খেলবো।’বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে এশিয়ান কাপ অঞ্চুলের বাছাইপর্বের প্লে অফ রাউন্ডের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে বাংলাদেশ এবং তাজিকিস্তান। ম্যাচটি সরাসরি দেখাবে বিটিভি। আরআর/আইএইচএস/আরআইপি
Advertisement