দেশজুড়ে

আজ ইফতার করবেন মাদারীপুরের ৫০ গ্রামের মানুষ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৫০ গ্রামের প্রায় ৪০ হাজার মানুষ রোজা রেখেছেন। আজ সোমবার তারা ইফতার করবেন। তবে তারা হযরত সুরেশ্বরীর (রা.) অনুসারী বলে জানা গেছে। বিকেলে সুরেশ্বর দরবার শরীফের পীর খাজা শাহ সূফী সৈয়দ নূরে আক্তার হোসাইন বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।  সুরেশ্বর দরবার শরীফের গদিনশীন পীর জানান, আন্তর্জাতিক চাঁদ দেখা কমিটির হিসাব ও সিদ্ধান্ত মোতাবেক রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাঁদ দেখা যায়। এরই পরিপ্রেক্ষিতে সোমবার ওই সব দেশের মুসলিমরা প্রথম রোজা রেখেছেন। গত রাতে তারা প্রথম তারাবির নামাজ আদায় করেছেন।মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা,বাহেরচর, কাতলা, তাল্লুক, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়ার প্রায় ৪০ হাজার লোক রোজা রেখেছেন বলে জানা গেছে। সুরেশ্বর পীরের ভক্তদের মতে, ইসলাম ধর্মের সব কিছুই মক্কা শরীফ হয়ে বাংলাদেশে এসেছে। তাছাড়া মক্কা শরীফ থেকে বাংলাদেশের সময়ের পার্থক্য মাত্র ৩ ঘণ্টা। তাই মক্কাবাসী যেদিন রোজা রাখেন তারাও সেদিন থেকে রোজা করে থাকেন। ৩ ঘণ্টা সময়ের পার্থক্যের জন্য ২৪ ঘণ্টা পার্থক্য মানা যুক্তিযুক্ত নয় বলে মনে করেন তারা।  উল্লেখ্য, সুরেশ্বর দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত জান শরীফ শাহ্ সুরেশ্বরীর (রা.) অনুসারীরা ১৪৫ বৎসর আগ থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল-ফিতর ও ঈদুল আযহা পালন করে আসছেন।এ কে এম নাসিরুল হক/এআরএ/এবিএস

Advertisement