ধর্ম

তারাবিহ নামাজের বিশেষ দোয়া ও নিয়ত

পবিত্র রমজান মাসে ইশার নামাজের পর বিতরের পূর্বেই বাংলাদেশে মসজিদে মসজিদে শুরু হয়ে যা তারাবিহ নামাজ। এ নামাজ সমগ্র মুসলিম উম্মাহর জন্য এক বিরাট নিয়ামাত। এ নিয়ামাততুল্য নামাজের মাধ্যমে বান্দাগণ আল্লাহর নৈকট্য অর্জনের জন্য ব্যস্ত থাকে। স্বাচ্ছা দিল ঈমানদার ধীরে ধীরে রাত্রি জাগরণ করে কিয়ামুর রমজান বা তারাবিহ নামাজ আদায় করে। লক্ষ্য শুধু একটাই আল্লাহর রহমত বরকত ও মাগফিরাত লাভ করা। এ নামাজের নিয়ত ও প্রতি চার রাকাআত পর পর পঠিত বিশেষ দোয়া তুলে ধরা হলো-তারাবিহ নামাজের পদ্ধতি-প্রনিধানযোগ্য মত হচ্ছে যে, তারাবিহ নামাজ দুই দুই রাকাআ’ত করে আদায় করা। প্রত্যেক চার রাকাআ’ত নামাজ আদায়ের পর দোয়া, তাওবা-ইস্তিগফার করা এবং রাত্রি জাগরণ করে আল্লাহর দরবারে রোনাজারি করা।তারাবিহ’র বিশেষ দোয়া-উচ্চারণ: সুব্হানাযিল মুলকি ওয়াল মালাকুতি, সুব্হানাযিল ইয্যাতি, ওয়াল আয্মাতি, ওয়াল হাইবাতি, ওয়াল কুদরাতি, ওয়াল কিবরিয়াই, ওয়াল যাবারুত। সুব্হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়াানামু ওয়ালা ইয়ামুতু। সুব্বুহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ; আল্লাহুম্মা আঝিরনা মিনান্নারি, ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির; (বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন)।তারাবিহ নামাজের নিয়ত-উচ্চারণ : নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতু রাসুলিল্লাহি তাআলা, (ইক্বতাদাইতু বিহাজাল ইমাম) মুতাওয়াঝঝিহান ইলা ঝিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার। (ইমামের পিছনে নামাজ পড়লে বন্ধনীর অংশটুকুসহ পড়া)আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তারাবিহ নামাজ ধীরে ধীরে আদায় করে তাঁর নৈকট্য অর্জন করার তাওফিক দান করুন। আমিন।এমএমএস/এবিএস

Advertisement