খেলাধুলা

মুস্তাফিজের ব্যাপারে আশাবাদী মোহামেডানও

তাকে কে চাইবে না? আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পনের পর থেকেই মুস্তাফিজের কদর বেড়েছে সর্বত্র। তার চাহিদা এখন আকাশচুম্বী। টি-টোয়েন্টি ক্রিকেট মাতিয়ে আইপিএলেও বাজিমাত করেছন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দেশে ফিরে আসলেও সুস্থ হয়ে আবার ইংলিশ কাউন্টি খেলতে যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের। কিন্তু ঘরোয়া লিগের দল মোহামেডানও তাকে দলে চাইছে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) আর একটি ম্যাচ বাকি রয়েছে। তারপরেই শুরু হবে সুপার লিগের ম্যাচ। শেষ ম্যাচ জিতলেই মোহামেডানের সুপার লিগ নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে মুস্তাফিজ সুস্থ হলে মোহামেডানের হয়ে খেলতে পারবে। ডিপিএলের প্লেয়ার্স ড্রাফটে মুস্তাফিজকে দলে নিয়েছিল মোহামেডান। মোহামেডানের ক্লাবের পরিচালক সারওয়ার হোসেইন বলেন, ‘মুস্তাফিজ আমাদের খেলোয়াড়। আমরা অবশ্যই তাকে দলে চাচ্ছি। সুপার লিগের আগে আমাদের একটি মাত্র ম্যাচ রয়েছে। সে পরবর্তী ম্যাচগুলোতে চাইলে খেলতে পারবে।’  সে যাই হোক, মুস্তাফিজের ব্যাপারে ঠিকই আশাবাদী মোহামেডান ক্লাবের এই পরিচালক। বোর্ডের ছাড়পত্র নিয়েই ডিপিএলে খেলতে পারবেন বলেও আশা প্রকাশ করেছেন সারওয়ার হোসেইন। ‘যদি আমরা সুপার লিগে যেতে পারি তাহলে আমরা তাকে সবক’টি ম্যাচ খেলাবো। কিন্তু সবকিছুই নির্ভর করছে তার শারীরিক এবং মানসিক সুস্থতার উপর।’  মোহামেডানে খেলার ব্যাপারে ইতোমধ্যে মুস্তাফিজ নিজের ইচ্ছাও প্রকাশ করেছেন বলে জানান ক্লাব পরিচালক। ‘আমরা তাকে জানিয়েছিলাম খেলার ব্যাপারে। সে এই প্রতিযোগিতায় খেলার ব্যাপারে পজিটিভ ধারণাই দিয়েছে আমাদের। কিন্তু সবকিছুই নির্ভর করছে তার সুস্থতা নিয়ে। আশা করছি আগামী দু-তিন দিনের ভেতর চূড়ান্ত খবর পাওয়া যাবে।’আরআর/এমএস

Advertisement