জাতীয়

গণিতে সৃজনশীল চালু হওয়ায় জিপিএ ৫ কমতে পারে

গণিতে প্রথমবারের মত সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ ৫ কিছুটা কমতে পারে। তবে এটা অস্বাভাবিক কিছু নয়। প্রথমবারের মত সৃজনশীল পদ্ধতিতে গণিত পরীক্ষা হয়েছে। আশা করি পরবর্তীতে আর সমস্যা হবে না। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও জেডিসি পরীক্ষায় ফলাফল প্রকাশকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।অন্যদিকে মন্ত্রী আরও বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে বিএনপি ও জামায়াতের কর্মসূচিতে পরীক্ষার্থীদের মানসিক ক্ষতি হয়েছে। তারা প্রস্তুতি নিয়েও নির্ধারিত পরীক্ষা দিতে পারে নি।সংবাদ সম্মেলনের শুরুতে শিক্ষামন্ত্রী গতকালের হরতাল চলাকালে নিহত শিক্ষক শামসুর নাহারের মৃত্যুতে নিন্দা জানান এবং জড়িতদের বিচারের দাবি জানান।

Advertisement