জোকস

আজকের জোকস : দু’টা কানই কাটা

দু’টা কানই কাটারিয়াদ সাহেব অফিসের জন্য একজন সহকারী খুঁজছেন। ইন্টারভিউ বোর্ডে প্রথম প্রার্থীকে জিজ্ঞেস করলেন- রিয়াদ সাহেব : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন? প্রথম প্রার্থী : নিশ্চয়ই স্যার। আপনার তো দু’টা কানই কাটা!রিয়াদ : বেরো এখান থেকে, ব্যাটা নচ্ছাড়!দ্বিতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন তিনি- রিয়াদ : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। তা, আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন?দ্বিতীয় প্রার্থী : জ্বি স্যার। আপনার তো দু’টা কানই কাটা!রিয়াদ : বেরো এখান থেকে, ব্যাটা ফাজিল!তৃতীয় প্রার্থীকেও একই প্রশ্ন করলেন-রিয়াদ : দেখুন, এ পেশায় খুব মনোযোগী হতে হয়, অনেক সূক্ষ্ম ব্যাপার খেয়ালে রাখতে হয়। আপনি কি আমার সম্পর্কে এমন কিছু খেয়াল করতে পারছেন? তৃতীয় প্রার্থী : জ্বি স্যার। আপনি কন্ট্যাক্ট লেন্স পরে আছেন। রিয়াদ : বাহ, আপনি তো বেশ- তা কীভাবে বুঝলেন? তৃতীয় প্রার্থী : সোজা স্যার। আপনি চশমা পরবেন কীভাবে? আপনার তো দু’টা কানই কাটা!****এখন টেবলেট খাইবামএক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে! বাসে উঠেই সে হেলপারকে বলল-বুড়ি : ভালুকা আইলে আমারে কইয়েন যে!হেলপার : ঠিক আছে, ঠিক আছে।বাস চলতে শুরু করল! বুড়ি দুই মিনিট পরেই হেলপারকে বলল-বুড়ি : ভালুকা আইছে?হেলপার : না! বুড়ি দুই মিনিট পর পর হেলপারকে এই প্রশ্ন করতে লাগল! হেলপার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এল। তখন হেলপারের মনে পড়ল যে, বুড়ি তো ভালুকার কথা বলে রেখেছিল! বাসের সব যাত্রী তখন হেলপারকে বকাঝকা করে বাস ঘোরাতে বলল। তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এল। হেলপার : বুড়িমা, ভালুকা আসছে! আপনে নামেন!বুড়ি : নামমু কে? ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা টেবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে! আমি এখন টেবলেট খাইবাম! পানি দেন!****তুমি এখানে কী করোএক খামার মালিক শখ করে একটা জেব্রা কিনে এনেছে আফ্রিকা থেকে। এক ভোরে জেব্রাটা বেরিয়ে এলো তার আস্তাবল থেকে। খামারের ভেতরে ঘুরতে লাগলো সে, আর ভাবতে লাগলো, এখানে তার কাজ কী হতে পারে? প্রথমে তার দেখা হলো একটা মুরগির সাথে-জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?মুরগি : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে ডিম পাড়ি।এরপর তার দেখা হলো একটা গরুর সাথে-জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?গরু : সুপ্রভাত। আমি আমাদের মালিকের খাবারের জন্যে দুধ দিই।তারপর দেখা হলো একটা ছাগলের সাথে-জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?ছাগল : সুপ্রভাত। মালিক আমাকে মেরে আমার মাংস খায়।জেব্রা কিছুটা ঘাবড়ে গিয়ে সামনে এগোলো। এবার তার দেখা হলো একটা ষাঁড়ের সাথে-জেব্রা : সুপ্রভাত। তুমি এখানে কী করো?ষাঁড় : সুপ্রভাত। তুমি একটু দাঁড়াও! আমি তোমাকে দেখাচ্ছি আমি এখানে কী করি।এসইউ/এমএস

Advertisement