বিশেষ প্রতিবেদন

সচিবালয়ের তালিকায় নাম নেই সেই স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলেও বর্তমানে সচিবালয়ে মন্ত্রীর কক্ষে টানানো মন্ত্রীদের নামের তালিকায় নাম নেই একজনের। ১৯৭৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট পর্যন্ত প্রায় দেড়বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি।  স্বাধীনতার পর দেশের ছয় নম্বর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি দায়িত্বপালন করেন। নেমবোর্ডে তার নামও উঠেছিল। তবে পরে তার নাম ও মেয়াদকাল মুছে দেয়া হয়। পাঠকদের মনে প্রশ্ন জাগতেই পারে তিনি কে? তিনি হলেন খন্দকার মোশতাক আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহন করেছিলেন। তার বিরুদ্ধে খুনি রশীদ-ফারুকদের সঙ্গে আঁতাতের অভিযোগ রয়েছে।প্রথাগতভাবে স্বাধীনতার পর থেকে যতজন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদের প্রত্যেকের নাম মন্ত্রীর কক্ষে বোর্ডে লেখা আছে। ১৯৭১ সালের ১০ এপ্রিল থেকে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এ এইচ এম কামরুজ্জামান। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত) ১৯৭২ সালের ১ জানুয়ারি থেকে ১২ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ তালিকায় বর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, বিচারপতি লতিফুর রহমানসহ বহু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নাম লিপিবদ্ধ রয়েছে। কেবল খন্দকার মোশতাক আহমেদের নাম কেটে দেয়া হয়। নাম প্রকাশ না করার শর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৩ সালের ২১ নভেম্বর পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন ড. মহিউদ্দিন খান আলমগীর। তিনি বোর্ডে খন্দকার মোশতাকের নাম দেখে তা মুছে ফেলার নির্দেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ডেকে বলেন, মীর জাফরের মতো মোশতাকও ঘৃণিত নাম। বঙ্গবন্ধুর খুনির নাম বোর্ডের তালিকায় রাখা যাবে না।  এমএমজেড/এনএফ/আরআইপি

Advertisement