লাইফস্টাইল

শাহী মোরগ পোলাও তৈরির সহজ উপায়

উৎসবে কিংবা অতিথি আপ্যায়নে চমক রাখতে চান অনেকেই। তাতে যদি রাজকীয় ব্যাপার রাখা যায়, তাহলে তো বৈচিত্র্য আরো বেড়ে যায়। খাবারের নামের আগে শাহী মানে খাবারটি একটু বেশিই স্বাদের। তেমনই একটি খাবার শাহী মোরগ পোলাও। যারা এখনও এর রেসিপি জানেন না, তারা জেনে নিন-উপকরণ : চাল, একটি মুরগি (চার ভাগ করা), পেস্তাবাদাম গুঁড়া, আলুবোখারা, তেল, ঘি, পিয়াজ, আদা, রসুন, ছোট এলাচ, দারুচিনি, জয়ত্রি, জয়ফল, লবঙ্গ, শাহি জিরা, টকদই, দুধ, কাঁচামরিচ, সাদা গোলমরিচ, লবণ পরিমাণ মতো, শুকনা মরিচ, ভাজা পিয়াজ।প্রণালি : মুরগি চার টুকরা করে নিতে হবে। মুরগি ৩০ মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপর মুরগির টুকরা লবণ পানি থেকে তুলে ফেলতে হবে। পিয়াজ, আদা, রসুন বাটা, গরম মসলা গুঁড়া, দুধ দিয়ে মুরগির মাংস মেখে কিছু সময় রাখতে হবে। মাখানো মাংস পাত্রে মালাই, জয়ফলসহ বিভিন্ন মসলা দিয়ে আগুনের ওপর কিছু সময় রাখতে হবে। চাল আলাদাভাবে আধা সেদ্ধ করে দিতে হবে। মুরগি সেদ্ধ হয়ে গেলে সেটা রেখে দিতে হবে। আধা সেদ্ধ চাল মুরগির তেলেই রান্না করতে হবে। এভাবেই তৈরি করা যায় মজাদার শাহি মোরগ পোলাও।

Advertisement

এইচএন/এবিএস