দেশজুড়ে

ভোট তো সবাই চায়, কাজ কিছুই হয় না

বয়সের ভারে কুজো হয়ে লাঠিতে ভর করে ঠুক ঠুক করে হাঁটছিলেন তিনি। আর একটু যাওয়ার পর সোজা হয়ে হাফ ছেড়ে জিরিয়ে নিচ্ছিলেন কিছুক্ষণ। তারপর আবার হাঁটা শুরু। সকাল ৯টায় ভোট দিতে এসেছিলেন সবেদা বেগম(৮২)। তবে বয়সটা বেশি হওয়ায় বেশি অপেক্ষা করতে হয়নি। দায়িত্বরত পুলিশের সহযোগিতায় দ্রুত ভোট দিতে পেরেছেন।ভোট দেয়া শেষ করে কেন্দ্র থেকে বাইরে যাওয়ার সময় একটু কাছে এগিয়ে গিয়ে কেমন আছেন জিজ্ঞেস করতেই হাঁটা থেকে দাঁড়িয়ে সোজা হয়ে মুখের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ খুব রাখছে বাবা। ভোট দেয়া শেষ করলাম। এ জীবনে প্রায় ১০/১১বার ভোট দিলাম।ভোট তো সবাই চায়। কাজের কাজ তো কিছুই হয় না। তবে যেখানে দরকার সেখানেই দিয়েছি। এরপর হাঁটা শুরু করলেন। সামনে একটু এগোতেই পরিচিত একজনকে পেয়ে গল্প জুড়ে দিলেন।ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চন্ডিপুর দাখিল মাদরাসায় ভোট দিতে এসেছিলেন সবেদা বেগম।শনিবার সকাল ৮টা থেকে নওগাঁয় তিন উপজেলা নওগাঁ সদর, মহাদেবপুর উপজেলা এবং বদলগাছী উপজেলায় ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হয়েছে। এ তিন উপজেলায় ৩০টি ইউনিয়নে ৫ লাখ ৫৯ হাজার ৭১২জন ভোটার রয়েছে বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে।আব্বাস আলী/এফএ/এবিএস

Advertisement