খেলাধুলা

সমানে সমান মেসি রোনালদো

বছর শেষে  বিভিন্ন মানদণ্ডে বিশ্বসেরা ফুটবলারদের বর্তমান বাজারমূল্য নির্ধারণ করেছে ট্রান্সফারমার্কেট ডটকম। যৌথভাবে শীর্ষে আছেন দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু’জনেরই বাজারমূল্যে ১২০ মিলিয়ন ইউরো। তালিকায় শীর্ষ দশে সর্বোচ্চ চারজন খেলোয়াড় রয়েছে রিয়ালের। খুব একটা পিছিয়ে নেই আরেক স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বিশ্বের সবচেয়ে দামি দশ ফুটবলারের তিনজন বার্সার। শীর্ষ দশে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের দুই তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া ও রাদামেল ফ্যালকাও। এ তিন দলের বাইরে সেরা দশে জায়গা পেয়েছেন শুধু পিএসজি ফরোয়ার্ড এডিনসন কাভানি। মজার ব্যাপার হল, এই গ্রহের সবচেয়ে দামি দশ ফুটবলারের সাতজনই লাতিন আমেরিকার। বিশ্বের দামি ১০ ফুটবলারের বাজারমূল্য (ইউরো)ক্রিশ্চিয়ানো রোনাল্ডো(রিয়াল মাদ্রিদ) ১২০ মিলিয়নলিওনেল মেসি (বার্সেলোনা) ১২০ মিলিয়নগ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ) ৮০ মিলিয়ননেইমার (বার্সেলোনা) ৭০ মিলিয়ন অ্যাঞ্জেল ডি মারিয়া (ম্যানইউ) ৬৫ মিলিয়নজেমস রদ্রিগেজ (রিয়াল মাদ্রিদ) ৬০ মিলিয়ন লুইস সুয়ারেজ (বার্সেলোনা) ৬০ মিলিয়নএডিনসন কাভানি (পিএসজি) ৫৭ মিলিয়নরাদামেল ফ্যালকাও (ম্যানইউ) ৫৫ মিলিয়নলুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ) ৫৫ মিলিয়ন

Advertisement